পাঠ-৩
প্রাণীর বাসস্থান
সকল প্রাণীরই রোদ, বৃষ্টি, বাতাস, এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জায়গা বা বাসস্থানের প্রয়োজন। প্রাণীগুলোর বাসস্থান ভিন্ন ভিন্ন। কিছু সংখ্যক প্রাণী নিজেদের বাসস্থান নিজেরাই প্রস্তুত করে, যেমন- পাখি, মানুষ ইত্যাদি। হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত প্রাণীর বাসস্থান মানুষ তৈরি করে দেয়।
অনুশীলনী
১) উত্তর লেখো
(ক) তিনটি গৃহপালিত প্রাণীর নাম লেখো।
উত্তর:- তিনটি গৃহপালিত প্রাণীর নাম হচ্ছে – বিডাল, কুকুর, গরু, ছাগল ।
(খ) ঘর তৈরির জন্য ব্যবহৃত তিন প্রকার সামগ্রীর নাম লেখো।
উত্তর:- ঘর তৈরির জন্য ব্যবহৃত তিন প্রকার সামগ্রীর নাম হলো – কাঠ, টিন, ইট।
(গ) জলের নীচে গর্তে ঢুকে থাকা দুই ধরণের মাছের নাম লেখো।
উত্তর:- জলের নীচে গর্তে ঢুকে থাকা দুই ধরণের মাছের নাম – শিং, মাগুর, চ্যাং, কুচিয়া৷
(ঘ) গভীর জঙ্গলের গুহায় থাকে এমন দুই ধরনের প্রাণির নাম লেখো।
উত্তর:- গভীর জঙ্গলের গুহায় থাকে এমন দুই ধরনের প্রাণির নাম – বাঘ, সিংহ, ভালুক।
২) শূন্যস্থান পূর্ণ করো
(ক)………. প্রাণীকে মানুষ বাসস্থান তৈরি করে দেয়।
উত্তর:- গৃহপালিত ।
থে) বাবুইপাখি……..বাসা তৈয়ার করে।
উত্তর:- সুপারি, নারিকেল, তাল গাছে।
(গ) কোকিল পাখি নিজে বাসা………।
উত্তর:- তৈরি করে না।
(ঘ) মৌমাছির বাসাকে…….. বলে।
উত্তর:- মৌচাক।
৩) ‘ক’ অংশের সহিত “খ’ অংশ রেখা টেনে মেলাও –
উত্তর:-

৪) শুদ্ধ বাক্যটিতে “√” চিহ্ন দাও
(ক) সকল প্রাণির রোদ, বৃষ্টি ও শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাসস্থানের প্রয়োজন। ✅
(খ) কাঠঠোকরা পাখি গাছের মধ্যে গর্ত করে বাস করে। ✅
(গ) বাবুই পাখি সুপারি, নারিকেল ইত্যাদি গাছে বাসা তৈরি করে। ✅
(ঘ) ঘরের ভিত উঁচু এবং বাতাস ও রোদ পায় এমন হতে হবে৷ ✅
(ঙ) সারস ও মাছরাঙা পাখি সাঁতার কাটতে ভালোবাসে, তাই এরা নদী, বিল ইত্যাদির তীরে গাছে বাসা তৈরি করে। ❌
৫) কোন্ প্রাণী কোথায় থাকে, লেখো – কেঁচো, হরিণ, কচ্ছপ, সাপ, টিকটিকি।
উত্তর :- কেঁচো- কেঁচো মাটিতে থাকে।
হরিণ- হরিণ দল বেঁধে গভীর জঙ্গলে বা গাছের ঝোপের মধ্যে থাকে৷
কচ্ছপ- কচ্ছপ জলে থাকে।
সাপ – সাপ গাছের ফাঁকে ও মাটির গর্তে ঢুকে থাকে৷ কিছু সাপ জলেও থাকে৷
টিকটিকি – টিকটিকি ঘরের বেড়া বা ছাদে থাকে।
প্রাণীর বাসস্থান পাঠের অতিরিক্ত প্রশ্নোত্তর:
• প্রথম ছবিতে ইঁদুরটি কোথায় ঢুকেছে ?
উত্তর :- প্রথম ছবিতে ইঁদুরটি গর্তে কোথায় ঢুকছে।
• দ্বিতীয় ছবিতে ছেলে-মেয়েরা কোনদিকে
দৌড়াচ্ছে?
উত্তর :- দ্বিতীয় ছবিতে ছেলে-মেয়েরা ঘরের সামনে দিকে দৌড়াচ্ছে।
• তৃতীয় ছবিতে গাভী ও বাছুরটি কোথাও আছে?
উত্তর :- তৃতীয় ছবিতে গাভী ও বাছুরটি গোয়াল ঘরে আছে।
• চতুর্থ ছবিতে কী দেখছো?
উত্তর :- চতুর্থ ছবিতে হাঁস গুলো পুকুর পারে খাবার খাচ্ছে।
• বিন্দুগুলি যুক্ত করো এবং যে ছবি পাবে – তাতে রং করো।
উত্তর :-
জেনে নেই এসো-
ঘরের ভিত উঁচু ও আলোযুক্ত হওয়া উচিত।
ঘরের ভিতর ও বাহির সর্বদা পরিষ্কার করে রাখতে হয় নতুবা রোগে ভুগতে হয়।
ঘরে বাতাস ঢোকার জন্য দিনের বেলা জানালা খুলে রাখা উচিত।
ঘরের চৌহদ্দি থেকে জল নিষ্কাশনের জন্য নালা-নর্দমার ব্যবস্থা থাকা উচিত।
নর্দমার জল যাতে বন্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। কারণ আবদ্ধ জলে মশা ডেম পাড়ে মশার সংখ্যা বৃদ্ধি পায় এবং এক প্রকার মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়।
৩য় শ্রেণীর পরিবেশ