পাঠ-৪
বিচিত্র প্রাণী
বিচিত্র প্রাণী পাঠের অনুশীলনীর প্রশ্নোত্তর :
১) উত্তর লেখো :
(ক) জল ও স্থল উভয়স্থানে থাকতে পারে এমন একটি প্রাণির নাম লেখো।
উত্তর:- জল ও স্থল উভয়স্থানে থাকতে পারে এমন একটি প্রাণির নাম- ব্যাঙ।
(খ) দুটি মাংসভোজী প্রাণির নাম লেখো।
উত্তর:- দুটি মাংসভোজী প্রাণির নাম হলো – বাঘ, সিংহ, শিয়াল।
(গ) উড়তে পারে না এমন দুটি পাখীর নাম লেখো।
উত্তর:- উড়তে পারে না এমন দুটি পাখীর নাম- উটপাখি ও পেঙ্গুইন।
(ঘ) একটি শিকারি পাখির নাম লেখো।
উত্তর:- একটি শিকারি পাখির নাম হলো – শকুন তাছাড়াও চিল, প্যাঁচা, বাজ পাখি শিকার করে।
(ঙ) দ্রুত দৌড়োতে পারে এমন একটি পাখির নাম লেখো।
উত্তর:- দ্রুত দৌড়োতে পারে এমন একটি পাখির নাম- উটপাখি।
২) ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ রেখা টেনে মেলাও-
উত্তর:-

৩) শূন্যস্থান পূর্ণ করো –
(ক) টিকটিকি ও ব্যাঙ…….. খায়।
উত্তর:- কীটপতঙ্গ খায়৷
(খ) মাছ………সাহায্যে জলে সীতার কাটতে পারে।
উত্তর:- পাখনা ও লেজের।
(গ)………. পাখি অনেক দূরে উড়ে যেতে পারে।
উত্তর:- পায়রা, কাক, বালিহাঁস।
(ঘ) উটপাখি…….দৌড়োতে পারে।
উত্তর:- দ্রুত।
৪) পার্থক্য লেখো –
(ক) তৃণভোজী ও মাংসভোজী প্রাণী
উত্তর:-
তৃণভোজী প্রাণী | মাংসভোজী প্রাণী |
(১) তৃণভোজী প্রাণী ঘাস ও গাছের পাতা খায় (২) তৃণভোজী প্রাণী ঘন জঙ্গল ও উঁচু ঘাসের বনে থাকে। | (১) মাংসভোজী প্রাণী মাংস খায়। (২) মাংসভোজী প্রাণীর দাঁত, নখ ইত্যাদি ধারালো। |
(খ) বন্য ও গৃহপালিত প্রাণী
উত্তর:-
বন্য প্রাণী | গৃহপালিত প্রাণী |
(১) বন্য প্রাণী গুলো জঙ্গলে থাকে। (২) বন্য প্রাণীরা নিজের বাসস্থান নিজেরাই তৈরি করে। | (১) গৃহপালিত প্রাণী গুলো মানুষের বাড়িতে থাকে। (২) গৃহপালিত প্রাণী প্রাণীর বাসস্থান মানুষ তৈরি করে দেয়। |
৫) হাঁসের ঠোটের ফুটো দুটোর কাজ কী?
উত্তর:- হাঁসের ঠোটের ফুটো দুটোর কাজ হলো – খাদ্যে মিশে থাকা কাদা জল ঠোঁটের ফুটো দিয়ে বের করে দিতে পারে ৷
৬) ব্যাঙের জিহ্বাটি কোথায় লাগানো থাকে?
উত্তর:- ব্যাঙের জিহ্বাটি ব্যাঙের মুখের সম্মুখভাগে লাগানো থাকে ।
৭) বুকে ভর করে বেয়ে বেয়ে চলে এমন তিনটি প্রাণির নাম লেখো।
উত্তর:- বুকে ভর করে বেয়ে বেয়ে চলে এমন তিনটি প্রাণীর নাম হলো- টিকটিকি, ঢোঁড়া-সাপ, রক্তচোষা ইত্যাদি।
৮) খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে প্রাণিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ভাগগুলোর নাম লেখো।
উত্তর:- খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে প্রাণিগুলোকে তিন কয় ভাগে ভাগ করা যায়, যেমন – তৃণভোজী, মাংসভোজী এবং সর্বভোজী।
৯) পাখি আকাশে কেন উড়তে পারে?
উত্তর:- পাখির দেহটি মাকুর মতো, হাড়গুলো ফাঁপা হওয়ার জন্য শরীরটা হালকা। পাখির ডানা ও ল্যাজে পালক থাকে। এধরনের ডানার সাহায্যেই পাখিরা আকাশে উড়তে পারে।
🔸 দ্রষ্টব্যঃ নল শূকর পৃথিবীর মধ্যে শুধু অসমে পাওয়া যায়।
৩য় শ্রেণীর পরিবেশ
*****