'অরণ্য-মানব'

‘অরণ্য-মানব’ যাদব পায়েং (Yadav Payeng) Forest Man of India

প্রকৃতিকে যথার্থ অর্থে ভালোবাসেন এমন এক বিখ্যাত ব্যক্তি হলেন ‘অরণ্য-মানব’ যাদব পায়েং (Yadav Payeng)।

'অরণ্য-মানব'
যাদব পায়েং

যোরহাটের কোকিলামুখের পাশে ব্রহ্মপুত্র নদীর চরে তিনি কয়েক দশক ধরে বৃক্ষরোপণ তথা প্রতিপালন করে এক বৃহৎ বনাঞ্চল গড়ে তুলেছেন।

এই বনাঞ্চলে বর্তমানে ডোরাকাটা বাঘ, গন্ডার, হাতি, অনেক হরিণ, বন্য শুকর ইত্যাদি ছাড়াও শকুনসহ অনেক প্রজাতির পাখির বাসস্থান।

এই অরণ্যে অর্জুন, জারুল, করমচা, শিমুল, শিশু ইত্যাদি মূল্যবান গাছপালায় পরিপূর্ণ। ওনার এই মহান কার্যের জন্য ভারত সরকার ওনাকে ২০১৫ খ্রিস্টাব্দে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করেছে।

২০১২ খ্রিস্টাব্দের ২২ এপ্রিল যাদব পায়েং ‘ধরিত্রী দিবস’এ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তাকে “ভারতের অরণ্য মানব” (Forest Man of India) উপাধি প্রদান করে।

অসমের কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান এক খড়গ বিশিষ্ট গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত। কাজিরাঙা, মানস, নামেরি রাষ্ট্রীয় উদ্যানে বাঘ সংরক্ষণের প্রকল্প আছে।

error: Content is protected !!