আচার্য প্রফুল্লচন্দ্র রায় : মহৎ লোকের মহৎ কথা

আচার্য প্রফুল্লচন্দ্র রায়

আচার্য প্রফুল্লচন্দ্র রায়

দুনিয়ার এক সেরা বিজ্ঞানী একদিন কয়েকজন গণ্যমান্য লোকের সঙ্গে বসে আলাপ করছিলেন। এমন সময় একটি ছেলের চিঠি এল তাঁর হাতে – বড়ো গরিব সে, লেখাপড়ার জন্য সাহায্য চায়। ভদ্রলোক তৎক্ষণাৎ একখানা পোস্টকার্ডে ছেলেটিকে আসতে লিখলেন, অচেনা বলে একটুও ইতস্তত করলেন না। ছাত্রবৎসল মানবদরদি এই বিজ্ঞানীটি ছিলেন আচার্য প্রফুল্পচন্দ্র রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক। তখনকার দিনে হাজার টাকা মাইনে পেয়েও নিজের জন্য চল্লিশ টাকা রেখে বাকিটা তিনি দান করে দিতেন।

আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিষয়ে জেনে নিই

জন্ম = ২ আগস্ট, ১৮৬১ সাল।

জন্মস্থান = রাডুলি, খুলনা (বাংলাদেশ)।

বাবা =  হরিশচন্দ্র রায়।

মা = ভুবনমোহিনী দেবী।

মৃত্যু =  ১৬ জুন, ১৯৪৪ সাল।

Rabha Divas (রাভা দিবস) কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা

error: Content is protected !!