উৎসব

উৎসব | ৪র্থ শ্রেণীর পরিবেশ পাঠ-২ | Class 4 EVS Assam

পাঠ-২

উৎসব

উৎসব পাঠের অনুশীলনীর প্রশ্নোত্তর 

১। সংক্ষিপ্ত উত্তর দাও –

(ক) শিখ ধর্মাবলম্বীদের পালিত উৎসবটির নাম কী?
উত্তর :- শিখ ধর্মাবলম্বীদের পালিত উৎসবটির নাম- গুরুনানক জয়ন্তী। 

(খ) বড়দিন কোন্‌ ধর্মাবলম্বীরা পালন করে?
উত্তর :-  বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে।

(গ) পোঙ্গল উৎসব অসমের কোন্‌ উৎসবটির সঙ্গে মেলে?
উত্তর :- পোঙ্গল উৎসব অসমের ভোগালি বা মাঘ বিহুর সঙ্গে মেলে।

(ঘ) ওনাম উৎসবে কী নাচ পরিবেশিত হয়?
উত্তর :- ওনাম উৎসবে কাইকোট্টিকালি নাচ পরিবেশিত হয় ৷

(ঙ) দশেরা উৎসবের সময়ে পূর্ব ভারতে পালিত উৎসবটির নাম কী?
উত্তর:- দশেরা উৎসবের সময়ে পূর্ব ভারতে পালিত উৎসবটির নাম- দুর্গাপূজা।

(চ) বিহার ও উত্তর প্রদেশে পালন করা হয় এমন একটি উৎসবের নাম লেখো।
উত্তর :- বিহার ও উত্তর প্রদেশে পালন করা হয় এমন একটি উৎসবের নাম- ছট্ পূজা ৷

২। “ক” অংশের সঙ্গে “খ” অংশ মেলাও-

উত্তর :-

উৎসব

৩। উত্তর লেখো-

(ক) বিহু কয়টি ও কী কী?
উত্তর :- বিহু প্রধানত তিনটি – রঙালি বিহু বা বোশেখ বিহু, কাঙালি বা কার্তিক বিহু ও ভোগালি বা মাঘ বিহু।

(খ) হোলি উৎসব কীভাবে পালন করা হয়?
উত্তর :- ভারতবর্ষের বিভিন্ন স্থানে হোলি উৎস পালন করা হয়।  এই উৎসবে রং-বেরঙের পোশাক পরে,  একে অন্যের গায়ে আবির ও রং-জল ছিটিয়ে,  নাচ-গান করে আনন্দ উপভোগ করে৷  রাজস্থানে ‘চোং’ নামক বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গানের মাধ্যমে হোলি পালন করা হয়। উত্তর ভারতের ব্রজধামে এই উৎসবকে হোলি, পশ্চিমবঙ্গে দোল যাত্রা এবং অসমে দৌল উৎসব বলা হয় ৷

(গ) বুদ্ধ পূর্ণিমা কেন পালন করা হয়?
উত্তর :- বুদ্ধদেব,  বৌদ্ধধর্মের প্রবর্তক।  তাঁর জন্ম,  সিদ্ধিলাভ ও মহাপ্র‍য়াণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল।  তাই বৈশাখ মাসের পূর্ণিমার দিনটিতে এক অতি পবিত্র দিন রূপে ধর্মাবলম্বীরা বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে৷

(ঘ) ইদ্‌ কয়টি ও কী কীঃ
উত্তর :- ইদ্‌  দুইটি – ইদ্-ইল-ফিতর্ ও ইদ্-উজ্-জোহা।

(ঙ) দশেরা উৎসবে কার কার পুত্তলিকা জ্বালানো হয়?
উত্তর :-  দশেরা উৎসবে রাবণের পুত্তলিকা জ্বালানো হয়।

৪। তুমি ভালোবাস এমন যে-কোনো একটি উৎসবের বিষয়ে পাঁচটি বাক্য লেখো৷ ( নিজে করো) 
উত্তর :-

৫। শুদ্ধ উত্তরটিতে ‘√’ চিহ্ন দাও –

(ক) গুরুনানক বৌদ্ধধর্মের প্রবর্তক ৷ ❌

(খ) ওনাম উৎসব কেরলে ধর্মনিরপেক্ষভাবে পালিত হয় ৷ ✅

(গ) ছট্ পূজায় সূর্য দেবতার পূজা করা হয় ৷ ✅

চতুর্থ শ্রেণীর পরিবেশ

পাঠ-১ পরিবার

error: Content is protected !!