জলের উপকারিতা

জল তার নিজের সম্পর্কে কি বলছে!! জলের উপকারিতা

আমি জল। তোমরা হয়ত নদী-বিল-খাল-ঝরনা প্রভৃতিতে আমাকে দেখতে পাও। কিন্তু একটা কথা কি জান? –  আমি বায়ুর সঙ্গে, মানুষের শরীরে কিংবা মাটির নীচে সব জায়গাতেই থাকি। এমনিতে আমার কোনো আকার নেই। কিন্তু যে পাত্রে আমি থাকি সেই পাত্রের আকার ধারণ করি। আমি স্রোতের  বেগে সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারি। সুড়ঙ্গের মধ্যে দিয়ে, সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে যেতে পারি। আমি থেমে থাকতে ভালোবাসি না। প্রবহমানতা ও রূপ পরিবর্তনই আমার ধর্ম। ঠান্ডায় যখন কাহিল হই তখন জমাট বাঁধি। তখন আমার নাম হয় বরফ। তাপ দিলে বাষ্প হয়ে আকাশে উড়ে আবার বৃষ্টি হয়ে মাটির বুকে নেমে আসি।এই বাষ্পে যন্ত্র চলে। আমার শক্তিতেই বিদ্যুৎ উৎপন্ন হয় -লাইট জ্বলে।

তোমরা আমার জন্যই মাছ-ভাত, শাক-সব্জি, ফল-মূল ইত্যাদি খেতে পাও। আমাকে ছাড়া পৃথিবীতে প্রাণী বাঁচতে পারে না। তাই আমার আরেক নাম জীবন।

জলের উপকারিতা

আরোও পড়ুন

এক ছিল সদাগর। সে নৌকা নিয়ে বেরোল বাণিজ্য করতে দুপুরে প্যালেস্টাইনের সমুদ্রতীরে সে তার নৌকা ভিড়োল

error: Content is protected !!