ধ্বন্যাত্মক শব্দ

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে ? ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ

যে সব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে, অথবা বাস্তব ধ্বনির মতো দ্যোতনা দিলেও আসলে কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে, তাদের ধ্বন্যাত্মক শব্দ বলে।

ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ –

কাকের ডাক = কা কা

ঘড়ির ডাক = টিক টিক

ভোমরার ডাক = গুন গুন

বাতাসের শব্দ = সোঁ সোঁ

টিক্ টিকির ডাক = টিক্ টিক

মশার ডাক = পিন্ পিন্

মাছির ডাক = ভন্ ভন্

বেল বাজলে = টিং টিং

জল ফুটলে = টগ্ বগ্

জল পড়লে = কলকল

রেল গাড়ির = ঝিকঝিক

ঝড়ে গাছ ভেঙ্গে গেলে = মড়্ মড়্

অনেক দিনের বন্ধ দরজা-জানালা খুললে = ক্যাচ ক্যাচ

আরোর পড়ুন –

নানার্থক শব্দ

error: Content is protected !!