নীতিবাক্য বা উপদেশ বাক্য

নীতি বাক্য বা উপদেশ বাক্য

নীতি বাক্য বা উপদেশ বাক্য

নীতি বাক্য কি?

নীতিবাক্য একটি বাক্যবন্ধ যা সাধারণভাবে কোনও সামাজিক সংগঠন বা সংস্থার সাধারণ উদ্দেশ্যটি বর্ণনা করে।

১) বিদ্যা অমূল্য ধন।

২) সদা সত্য কথা বলিবে ৷

৩) অন্যায় করব না।

৪) সুঅভ্যাস করা ভালো।

৫) বিপদের সময় ধৈর্য রাখা উচিত৷

৬) বন্ধু-বান্ধবের সাথে মিলেমিশে থাকবো।

৭) বিদ্বান লোককে সকলেই সম্মান করে৷

৮) সঞ্চয় করা ভালো অভ্যাস।

৯) যে বালক অচঞ্চল বাধ্য সবার, পঞ্চমুখে করে লোকে প্রশংসা তাহার।

১০) গুরুজন কে শ্রদ্ধা করিবে ।

১১) বিদ্ধান সর্বত্রই পূজিত ৷

১২) একটি ভালো বই একশ বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।

১৩) স্বপ্ন হল সেটাই, যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।

১৪) ব্যর্থতা কখনোই অশুভ নয়, কেবল শিক্ষণীয় বিষয়।

১৫) সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে।

১৬) ভালো সময় সবার জন্যই আসে।

১৭) প্রতিশোধ নেয়ার আনন্দ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কিন্তু ক্ষমা করার আনন্দ চিরদিনই থেকে যায়।

১৯) বোকারা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানরা এড়িয়ে চলে।

২০)

error: Content is protected !!