প্রাণীদের

প্রাণীদের সম্পর্কে কিছু বিশেষ প্রশ্নের উত্তর | প্রাণীদের কথা

প্রাণীদের সম্পর্কে কিছু বিশেষ প্রশ্নের উত্তর | প্রাণীদের কথা Some Special Questions about Animals .

১) প্রাণী কাদের বলে?
উত্তরঃ-  যাদের প্রাণ আছে, যারা খাওয়া দাওয়া করে, বেড়ে ওঠে, চলাফেরা করে এবং শ্বাস প্রশ্বাস নেয় তাদের প্রাণী বলে।

২) প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ- প্রাণীদের সাধারণত চারভাগে ভাগ করা যায়। যথা-

(ক) জলচর প্রাণী
(খ) স্থলচর প্রাণী
(গ) উভচর প্রাণী ও
(ঘ) খেচর প্রাণী।

এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যথা- মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী

৩) জলচর প্রাণী কাদের বলা হয়?
উত্তরঃ- যে সকল প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলা হয়। যেমন- মাছ।

৪) স্থলচর প্রাণী কাদের বলা হয়?
উত্তরঃ- যে সকল প্রাণী স্থলে বাস করে তাদের স্থলচর প্রাণী বলে। যেমন- মানুষ, গোরু, ছাগল, ভেড়া ইত্যাদি।

৫) উভচর প্রাণী কাদের বলে?
উত্তরঃ- যে সকল প্রাণী জলে ও স্থলে উভয় জায়গায় বাস করে তাদের উভয়চর প্রাণী বলে। যেমন- সাপ, ব্যাং, কুমির ইত্যাদি।

৬) খেচর প্রাণী কাদের বলে?
উত্তরঃ- যে সকল প্রাণী আকাশে উড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলে। মেযন-পাখি।

৭) মেরুদণ্ডী প্রাণী কাকে বলে?
উত্তরঃ- যে সকল প্রাণীর মেরুদন্ড বা শিরদীড়া আছে তাদের মেরুদন্ডি প্রাণী বলে। যেমন- মানুষ, গোরু, ছাগল, বাঘ, সিংহ, প্রভৃতি।

৮) অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে?
উত্তরঃ- যে সকল প্রাণীর কোনো শিরদাড়া বা মেরুদন্ড নেই তাদেরকে অমেরুদন্ডি প্রাণী বলে।

৯) স্পঞ্জ কী?
উত্তরঃ- স্পঞ্জ একধরনের সামুদ্রিক প্রাণী। এরা উদ্ভিদের মতো এক জায়গায় স্থির থাকে। চলাফেরা করতে পারে।

১০) অক্টোপাস কী?
উত্তরঃ- অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী। এরা চলাফেরা করতে পারে। এদের আটটি শুঁড় আছে।

১১) পৃথিবীর দীর্ঘজীবী প্রাণী কী?
উত্তরঃ- তিমি মাছ। এরা প্রায়  ৫০০/৫৫০ বছর বেঁচে থাকে।

১২) সবথেকে কমদিন কে বেঁচে থাকে?
উত্তরঃ- মশা সব থেকে কম দিন বেঁচে থাকে।  এরা মাত্র কয়েকটা দিন জীবিত থাকে।

১৩) কোন্‌ প্রাণী অতিদ্রুত দৌড়ায়?
উত্তরঃ- চিতা।

১৪) কোন প্রাণী অনেক বেশি লাফিয়ে চলে?
উত্তরঃ- ক্যাঙারু।

১৫) কোন্‌ প্রাণী ডাকাতে পারে না?

উত্তরঃ- জেব্রা।

১৬) কোন্‌ প্রাণী বাসি খাবার খায় না?
উত্তরঃ- ভালুক।

১৭) বনের রাজা কে?
উত্তরঃ- সিংহ।

১৮) কোন জতু জলপান করে না?
উত্তরঃ- আফ্রিকার কৃষ্ণমৃগ ।

১৯) কোন্‌ প্রাণী দেখতে পায় না?
উত্তরঃ- কেঁচো, উপপোকা ও জোক ।

২০) কোন্‌ প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
উত্তরঃ- বাদুর।

২১) সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তরঃ- সুইফট, এরা ঘণ্টায় ২০ /২৫ মাইল উড়তে পারে।

২২) কোন্‌ প্রাণীর চোখের পাতা নেই?
উত্তরঃ- মাছের।

২৩) কোন্‌ পাখি সবচেয়ে উঁচুতে উড়তে পারে?
উত্তরঃ- ঈগল, বাজ, শকুন।

২৪) কোন প্রাণীর পাঁচটা চোখ?
উত্তরঃ- মৌমাছির পাঁচটা চোখ।

২৫) কোন্‌ প্রাণী বৃষ্টির জল ছাড়া অন্য জল খায় না?
উত্তরঃ- চাতক পাখি।

২৬) কোন্‌ মাছ উড়তে পারে?
উত্তরঃ- উড়ুক্কু মাছ।

২৭) কোন্‌ মাছ গাছে বাসা বাঁধে?
উত্তরঃ- স্পিডল মাছ।

২৮) নিশাচর প্রাণী কাদের বলে?
উত্তরঃ- যারা দিনে ঘুমায় রাতে শিকার ধরে তাদের নিশাচর প্রাণী বলে।

২৯) কোন্‌ প্রাণীকে মরুভূমির জাহাজ বলে?
উত্তরঃ- উটকে।

৩০) সরীসৃপ প্রাণী কাদের বলে?
উত্তরঃ- যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাকে সরীসৃপ প্রাণী বলে।

৩১) শ্রেষ্ঠ প্রাণী কে?
উত্তরঃ- মানুষ।

আরোও পড়ুন

মানব দেহের বিষয়ে

error: Content is protected !!