ফুল

ফুল | পাঠ-২ ৩য় শ্রেণীর পরিবেশ আসাম

পাঠ-২

ফুল

ফুল , গন্ধহীন ফুলের নাম, গন্ধযুক্ত ফুলের নাম , রাত্রে ফুটা ফুলের নাম , Types of Flower

‘ফুল’ পাঠের অনুশীলনীর প্রশ্নোত্তর

১। উত্তর লেখো –

Types of flowers in Bengali


(ক) চার প্রকার ফুলের নাম লেখো।
উত্তর:- চার প্রকার ফুলের নাম হলো – পদ্ম, করবী, টগর, জবা, মালতী।

(খ) গন্ধহীন তিন প্রকার ফুলের নাম লেখো।
উত্তর:- গন্ধহীন তিন প্রকার ফুলের নাম হলো – জবা, অপরাজিতা, অতসী।

(গ) গন্ধযুক্ত তিন প্রকার ফুলের নাম লেখো।
উত্তর:- গোলাপ, টগর, রজনীগন্ধা।

(ঘ) রাতে ফোটে এমন একটি ফুলের নাম লেখে
উত্তর:- রাতে ফোটে এমন  ফুলের নাম হলো – শেফালী, হাসনাহানা, রজনীগন্ধা।

২। শুদ্ধ বাক্যে ‘√’ চিহ্ন দাও-

(ক) ফুল থেকে তেল প্রস্তুত হয়।

(খ) গোলাপ ফুলের গন্ধ নেই। x

(গ) রাত্রে ফুলফোটে না। x

(ঘ) ফুল দিয়ে বিভিন্ন ধরনের মালা গাঁথা হয়।

(ঙ) কিছুসংখ্যক লোক ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে।

৩) ফুলের তিনটি ব্যবহার লেখো।

উত্তর:-  ফুলের তিনটি ব্যবহার হচ্ছে –
(ক) ফুল থেকে সুগন্ধি দ্রব্য তৈরি হয়৷
(খ) উৎসব-পার্বণে ফুল ব্যাবহৃত হয়৷
(গ) ফু ল থেকে তেল প্রস্তুত হয়৷

গন্ধহীন ফুলের নামের তালিকা:

উত্তরঃ- গন্ধহীন তিন প্রকার ফুলের নাম হলো – জবা, অপরাজিতা, অতসী ।

৪) ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ রেখা টেনে মেলাও-


উত্তর:-

ফুল

৫) শূন্যস্থান পূর্ণ করো

(ক) মৌমাছি ফুলের মধু আহরণ করে —— তৈরি করে।
উত্তর:- মৌচাক।

(খ)  _____ফুলকে আমাদের দেশের রাষ্ট্রীয় ফু ল বলে।
উত্তর:- পদ্মফুল।

(গ) কপৌ ফুল—- কালে ফোটে।
উত্তর:- বসন্ত।

(ঘ) বিনাকারণে ফু ল ছিড়তে_____।
উত্তর:- নেই

(ঙ) ফুলের চাষ করে — ভাবে লাভবান হতে পারি।
উত্তর:- আর্থিক।

৬) নীচের ফুলের ছবিটিতে রং করো

উত্তর:-

ফুল

অতিরিক্ত প্রশ্নোত্তর

★ ওপরের কবিতা থেকে বর্ণিত ফুলগুলোর নাম বলো –
উত্তর:- ওপরের কবিতা থেকে বর্ণিত ফুলগুলোর নাম হলো – গোলাপ, টগর,  জুই, পদ্ম, করবী, জবা, মালতী, বকুল, শেফালি, হাসনুহানা ইত্যাদি। 

★ ফুল থেকে আমরা কিভাবে উপকৃত হই? 
উত্তর:- ফুল থেকে আমরা যেভাবে উপকৃত হই –
ক) ফুলথেকে সুগন্ধি দ্রব্য তৈরি হয়৷

(খ) উৎসব-পার্বণে ফু ল ব্যাবহৃত হয়৷

(গ) ফু ল থেকে তেল প্রস্তুত হয়৷

(ঘ) খাদ্য হিসাবে ব্যাবহৃত হয়৷ 

(ঙ) বনৌষধ হিসাবে ব্যবহার করা হয়।

(চ) প্রসাধন-সামগ্রী প্রস্তুত হয়।

★ জলে ফুটে এমন দুই প্রকার ফুলের নাম লেখো। 
উত্তর:- জলে ফুটে এমন দুই প্রকার ফুলের নাম – পদ্ম, শাপলা ইত্যাদি।

• পদ্মফুল আমাদের দেশের রাষ্ট্রীয় ফুল।
• মৌমাছি ফুলের মধু আহরণ করে মৌচাক তৈরি করে।

গন্ধহীন ফুলের নাম :-

উত্তরঃ- গন্ধহীন তিন প্রকার ফুলের নাম হলো – জবা, অপরাজিতা, অতসী ।

গন্ধযুক্ত ফুলের নাম :-

উত্তরঃ- গোলাপ, টগর, রজনীগন্ধা ।

পাঠ-১ গাছপালার কথা

error: Content is protected !!