মাজুলি

মাজুলি (Majuli) বিশ্বের বৃহত্তম নদী দ্বীপটি কোথায় অবস্থিত?

মাজুলি কি ?

উত্তরঃ- মাজুলি একটি নদী দ্বীপ ।

মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত ?

উত্তরঃ- মাজুলি দ্বীপ ভারতের অসম রাজ্যের যোরহাট জেলায় অবস্থিত।

বিশ্বের বৃহত্তম নদী দ্বীপটি কোথায় অবস্থিত ?

বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি ভারতবর্ষের অসম রাজ্যের জোড়হাট জেলায় অবস্থিত।

সেখানে নদীর তীর ধরে বিরাজ করে হাজার হাজার নানা রকমের পাখি শীত-বসন্তে এই পাখিগুলো সব বাইরে থেকে আসে।

এই দ্বীপটি অসমিয়া সংস্কৃতির কেন্দ্রস্থল ৷ Majuli হল বিখ্যাত চারটি সত্তরের অধিষ্ঠান হরিনাম সংকীর্তন স্থান ।

এই সব সত্রই পুরোনো অসমিয়া বৈষ্ণব সংস্কৃতির একটি অমূল্য ভান্ডার ।

সত্র কি ?

সত্র হল এক ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো অসমিয়া বৈষ্ণব ধর্মগুরুরা স্থাপন করে গেয়েছেন।

সত্রে কি কি সংগ্রহ করা থাকে ?

সত্রের কিছু মূল্যবান সংগ্রহ হল ‘সীচিপাতে’ হাতে লেখা পাণ্ডুলিপি, ‘ভাওনা’ অভিনয়ের জন্য রং-বেরঙের মুখোশ, পুরোনো আমলের বাদ্যযন্ত্র ইত্যাদি।

এগুলোই শংকরী কৃষ্টি সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছে। সেই জন্য মাজুলিকে সত্র নগরীও বলা হয়। বিভিন্ন জনগোষ্ঠীর মিলনভূমি মাজুলি বর্তমানে নদীর ভাঙনে সংকটাপন্ন ।

এমন একটি কৃষ্টি-সংস্কৃতিতে পরিপূর্ণ মাজুলি বিশ্বের এতিহ্যক্ষেত্র পরিণত হবে বলে অসমবাসী আশাবাদী

সাঁচিপাত কাহাকে বলে?

উত্তরঃ- অগরু গাছের শুকনো বাকলকেই অসামিয়াতে সাঁচিপাত বলে।

ভাওনা কি?

মুখোশ পরে এক ধরনের অসমিয়া নাটকের অভিনয় কে ভাওনা বলে ।

সত্র নগরী কাকে বলা হয় ?

উত্তরঃ- মাজুলিকে সত্র নগরী বলা হয়।

আরোও পড়ুন

বীরাঙ্গনা মুলাগাভরু : কপিলি গঙ্গা যুদ্ধ বা কলিয়াবরের যুদ্ধ

error: Content is protected !!