শরীরের যত্ন

শরীরের যত্ন | ৩য় শ্রেণীর পরিবেশ পাঠ-৬ | Class 3 EVS Assam

পাঠ-৬

শরীরের যত্ন

‘শরীরের যত্ন’ পাঠের অনুশীলণীর প্রশ্নোত্তর

১) শূন্যস্থান পূর্ণ করো –

(ক) খাদ্য না খেলে আমরা কাজ করার……. পাইনা।
উত্তর:- শক্তি। 

(খ) ……  শৌচাগার ব্যবহার করা উচিত।
উত্তর:- পরিষ্কার।

(গ) নিয়মিত খেলাধুলা ও…….. আমাদের শরীর সবল হয়।
উত্তর:- ব্যায়াম।

(ঘ) সবুজ শাক-সবজি, ফলমূল ইত্যাদি আমাদের শরীরকে………. থেকে রক্ষা করে
উত্তর:- রোগ।

২) শুদ্ধ বাক্যটিতে “√” চিহ্ন দাও

(ক) আহার আমাদের শরীরে শক্তি জোগায়। ✅

(খ) সর্বদা পরিষ্কার ও বিশুদ্ধ জল পান করা উচিত। ✅

(গ) কেটে রাখা ফলমূলগুলো অনেক সময় রেখে খাওয়া উচিত নয়। ✅

(ঘ) আলুর চিপ্‌স, শীতল পানীয়, আইসক্রিম ইত্যাদি আমাদের শরীরের জন্য উপকারী ❌

(ঙ) দূষিত জল শরীরে রোগের সৃষ্টি করে। ✅

৩) শুদ্ধ উত্তর বেছে বের করে লেখো –

(ক) কোন্‌ কোন্‌ খাদ্যদ্রব্য থেকে আমরা প্রধান প্রধান শক্তি পাই-
সবুজ শাক-সবজি/পেয়ারা/ ভাত ।

উত্তর:- মাখন, ঘি, পিঠা, চিড়া, রুটি, ভাত এসব খাদ্যদ্রব্য থেকে আমরা প্রধান প্রধান শক্তি পাই।

(খ) কী করলে আমাদের শরীর সবল হয় –
শুয়ে থাকলে/বসে থাকলে/ ব্যায়াম করলে।

উত্তর:- ব্যায়াম করলে আমাদের শরীর সবল হয়।

(গ) কোন্‌ কোন্‌ খাদ্যদ্রব্য আমাদের শরীরকে বৃদ্ধি পেতে সাহায্য করে –
হরীতকী/আমলকী/দুধ।

উত্তর:- মটর শুঁটি, ডাল, সীম, দুধ, ডিম, মাছ মাংস  আমাদের শরীরকে বৃদ্ধি পেতে সাহায্য করে।

(ঘ) কোন্‌ কোন্‌ খাদ্যদ্রব্য আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে __
মাংস/ রুটি / মোচা।

উত্তর:- হরীতকী, কমলালেবু, পেয়ারা, আমলকী, গাজর, মোচা, সবুজ শাক-সবজি আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে। 

৪) আহারের খাদ্য-দ্রব্য থেকে আমাদের শরীর কী কী শক্তি পায়, লেখো।
উত্তর:- আহারের খাদ্য-দ্রব্য থেকে আমাদের শরীর শক্তি যোগায়, আমাদের শরীর বৃদ্ধি হতে সাহায্য করে,  আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে। 

৫) বিদ্যালয়ে বাৎসরিক খেলা ধুলায় কী কী খেলা অনুষ্ঠিত হয়, লেখো।
উত্তর:-  বিদ্যালয়ে বাৎসরিক খেলা ধুলায় ক্রিকেট, ফুটবল, ক্যারম, লুডো, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়।

জেনে নেই এসো

  • আমাদের খাদ্যদ্রব্য পরিস্কার হওয়া উচিত।
  • খাদ্যদ্রব্য সর্বদা ভালো করে ঢেকে রাখতে হয়৷
  • আহারের পূর্বে হাত দুটি ভালোভার ধোয়া উচিত৷
  • পরিষ্কার বাসনে খাদ্য-দ্রব্য খাওয়া উচিত।
  • শাকসবজি, ফলমূল ইত্যাদি ভালোভারে ধুয়ে খাওয়া উচিত।
  • ফলমুলগুলো কাটার সঙ্গে সঙ্গে খাওয়া উচিত। কাটা ফলমূলগুলো রশি সময় রেখে
    উচিত নয়।
  • শরীর সুস্থ রাখার জন্যে শোধন করা জল খাওয়া উচিত ।
  • খোলা অবস্থায় রাখা খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়, কেননা খুলে রাখা খাদ্যদ্রব্য ধুলো বালি, মাছি ইত্যাদি পড়তে পারে।
  • কিছু সংখ্যক খাদ্যদ্রব্য যেমন – প্যাকেটের আলুর চিপ্ স, শীতল পানীয়,  আইসক্রিম ইত্যাদি তৈরি করা খাদ্য আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
  • বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের পূর্বে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হয়।

৩য় শ্রেণীর পরিবেশ

পাঠ-১ গাছপালার কথা

পাঠ-২ ফুল

পাঠ-৩ প্রাণীর বাসস্থান

পাঠ-৪ বিচিত্র প্রাণী

পাঠ-৫ জল

★★★

error: Content is protected !!