শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতিপালন

শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতিপালন ও প্রতিকারসমূহ

শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতিপালন কোভিডসৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে শিশুদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ এবংসম্ভাব্য প্রতিকারসমূহ গ্রহণ করার জন্য বিদ্যালয় পরিচালনা সমিতির কী করণীয় দেখি আসুন-

দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকার ফলে শিশুরা যে সমস্যাগুলিতে ভুগছে সেগুলি হল

শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতিপালন

শিশুদের সামাজিক সমস্যা

a) সহপাঠিদের থেকে দূরে থাকায় একত্রে খেলা-ধুলা করায় বাধার সম্মুখীন হয়।

b) শিক্ষক-শিক্ষয়িত্রীদের কাছ থেকে আদর্শ নীতি, জ্ঞান সম্পর্কীয় জ্ঞাত অর্জন থেকে বঞ্চিত হয়।

c) অন্যের সঙ্গে ভাব বিনিময় করতে বাধার সম্মুখীন হয়।

d) আত্মীয় বা অন্যান্য বন্ধু-বান্ধবীর বাড়িতে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়।

e) নির্যাতনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা।

f) নিরাপদে কেনা-কাটা করতে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত হয়।

শিশুদের মানসিক সমস্যা

a) চিন্তার বিকারগ্রস্ততা।

b) হতাশা, একাকিত্ব অনুভব, ঘুমের ব্যাঘাত, বিরক্তি, কথা কম বলা, মনের আনন্দ লাঘব ইত্যাদি।

c) সুষ্ঠ, আনন্দদায়ক পারিবারিক পরিবেশের অভাব।

d) বন্ধু-বন্ধবীর সঙ্গে সময় অতিবাহিত করার আনন্দ থেকে বঞ্চিত।

e) অনলাইন বা ইন্টারনেট সংক্রান্ত ক্রিয়াকলাপের প্রতি অধিক আসক্তি পরিবারের ফলে চিন্তিত হওয়া।

f) পরিবারের অর্থনৈতিক সমস্যার ফলে চিন্তিত হওয়া৷

g) ভোজনে আসক্তি হ্রাস ইত্যাদি।

শিশুদের শারীরিক সমস্যা

a) দৃষ্টিশক্তি জনিত বাধা জন্মানো।

b) কর্মক্ষমতা হাস হওয়া।

c) মেদবহুলতা বৃদ্ধি।

d) খাদ্য গ্রহণে অনীহা৷

e) একসঙ্গে খেলা-ধূলা করতে অসমর্থ হওয়া।

শিশুদের আবেগিক সমস্যা

a) স্বতস্ফুর্ত হাসি-আনন্দ, ছোটোবেলার দুষ্টামি প্রকাশে বাধা।

b) ইতিবাচক চিন্তা, কল্পনায় বাধা।

c) আত্মসন্তুষ্টিতে বাধা

d) রাগ, বিরক্তি ইত্যাদি বৃদ্ধি হওয়া।

অর্থনৈতিক অবস্থা

a) অবিরত শিক্ষা প্রণালী অবিরত রাখার বৈপরীত্যে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীর উপার্জনের পথ বেছে নিয়ে জীবিকা নির্বাহের জন্য এগিয়ে যাওয়া।

b) পরিবারের সদস্যদের ভরণ-পোষণ সংক্রান্ত জটিলতার জন্য শিশুশ্রম, শিশু সরবরাহ ইত্যাদি বৃদ্ধি ৷

c) শিশুদের ক্ষেত্রে পরিলক্ষিত উপরোক্ত সমস্যা দূরীকরণের জন্য বিদ্যালয় সুরক্ষার পুস্তিকা অনুসরণ ব্যবস্থা গ্রহণ করবেন।

সাম্প্রতিক কালে কোভিড-১৯ এবং পালনীয় স্বাস্থ্য সম্পর্কীয় নীতি

error: Content is protected !!