সংখ্যাতত্ত্ব

সংখ্যাতত্ত্ব : অঙ্ক, সংখ্যা, স্বাভাবিক, জোড়, মৌলিক, যৌগিক, একক, রোমান, স্থানীয় মান, পরম মান

সংখ্যাতত্ত্ব : অঙ্ক, সংখ্যা, স্বাভাবিক, জোড়, মৌলিক, যৌগিক, একক, রোমান, স্থানীয় মান, পরম মান।

অঙ্ক কাকে বলে?
উত্তরঃ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই দশটিকে অঙ্ক বলা হয়।

সংখ্যা : উপরোক্ত অঙ্কগুলির সাহায্যে সংখ্যা তৈরী হয়। উদাহরণ 245, 367, 891, 308
দ্রষ্টব্যঃ 0,1, 2, 3, 4, 5, 6, 7, 8,9 অঙ্কগুলিকে সংখ্যা হিসেবেও ধরা যায়।

স্বাভাবিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5, 10, 11……… এইগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়।

জোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সমত্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে জোড় সংখ্যা বলে। যেমন 0, 2, 4, 6, 8……. ।

একক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে বস্তু কেবলমাত্র একটি জিনিস নির্দেশ করে তাকে একক বলে। যেমন – এক টাকা, এক মিটার, ইত্যাদি।

বিজোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। উদাহরণঃ 1, 3, 5, 7, 9 ……..।

মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত সংখ্যাকে (এক ছাড়া) কেবলমাত্র 1 এবং ঐ সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে।
উদ্বাহরণ 2, 3, 5, 7, 11, 13, 17, ….. ।

সংখ্যাতত্ত্ব

যৌগিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত সংখ্যাগুলি 1 এবং ঐ
সংখ্যা ব্যতীত অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে৷ উদাহরণঃ 4, 6, 8, 10, 12, 14………।

রোমান সংখ্যা কাকে বলে?
উত্তরঃ I, II, III, IV, V এগুলোকে রোমান সংখ্যা বলা হয়। রোমান I দ্বারা 1 সংখ্যাকে বোঝানো হয়েছে৷ নীচে এরূপ কিছু সংখ্যা দেওয়া হল –

I = 1
II = 2
III = 3
IV = 4
V = 5
VI = 6
VII = 7
VIII = 8
IX = 9
X = 10
………

L = 50
C = 100
D = 500
M = 1000

স্থানীয় মান কি?
উত্তরঃ কোনো অঙ্কের স্থানীয় মান একটি সংখ্যার মধ্যবর্তী ঐ অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে৷ যেমনঃ 57 এই সংখ্যায় 5-এর স্থানীয় মান 50, কিন্তু 75 -এ 5 এর স্থানীয় মান শুধু 5।

পরম মান কি?
উত্তরঃ একটি অঙ্কের পরমমান বা নিজস্ব মান একই থাকে সেই অঙ্কটি যে কোনও সংখ্যার মধ্যে যে কোনো স্থানে অবস্থান করুক না কেন যেমনঃ 57, 75 এই দুটি সংখ্যার মধ্যে 5 -এর পরম মান 5।

সংখ্যাতত্ত্ব এর কিছু কথা মনে রাখা প্রয়োজন-

১) 1 এই সংখ্যাটি হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সংখ্যা 1 হচ্ছে সবচেয়ে ছোট এক-অঙ্কীয় সংখ্যা

২) সংখ্যা 9 হচ্ছে সবচেয়ে বড় এক-অঙ্কীয় সংখ্যা।

৩) সংখ্যা 10 হচ্ছে সবচেয়ে ছোট দুই-অঙ্কীয় সংখ্যা।

৪) সংখ্যা 99 হচ্ছে সবচেয়ে বড় দুই-অঙ্কীয় সংখ্যা৷

৫) 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা৷

সংখ্যাতত্ত্বের উপর নেওয়া অবজেক্টিভ কুইজের জন্য নিচের লিংকে ক্লিক করে পরীক্ষা দিন৷ coming soon…

error: Content is protected !!