সৌরজগতের কথা

সৌরজগতের কথা About Solar System

সৌরজগতের কথা About Solar System, সৌরজগত বিষয়ে প্রশ্ন উত্তর ।

১)  সৌরজগত বলতে কী বোঝো?
উত্তরঃ- সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ এবং আরও অনেক জ্যোতিষ্ক সবসময় ঘুরছে, এইসব গ্রহ এবং জ্যোতিষ্ক নিয়ে সূর্যের যে বিশাল পরিবার তাকেই বলা হয় সৌরজগত।

২) সূর্য কী?

উত্তরঃ- সূর্য আমাদের সবচেয়ে কাছের উজ্জ্বলতম নক্ষত্র বা তারা। ইহা প্রচন্ড উত্তপ্ত একটি বড়ো আগুনের গোলা।

৩) সূর্য কী দিয়ে তৈরি?

উত্তরঃ- সূর্য একটি গলিত ধাতু ও জ্বলন্ত গ্যাসের পিন্ড। অন্যান্য নক্ষত্রের মতো সূর্য হাইড্রোজেন, হিলিয়াম এবং ষাট রকমের অন্যান্য গ্যাসের উপাদানে তৈরি।

৪) সূর্যের উত্তাপ কত?

উত্তরঃ- সূর্যের উপরিভাগের উত্তাপ প্রায় দশ হাজার ডিগ্রি ফারেন হাইট, আর ভিতরের উত্তাপ দেড় কোটি ডিগ্রি কেলভিন।

৫) সূর্যের আলোয় কয়টি রং থাকে?

উত্তরঃ- সূর্যের আলোয় সাতটি রং থাকে।

৬) সূর্যের আলোয় সাতটি রং কী কী? ও এদের সংক্ষেপে কী বলা হয়?
উত্তরঃ- বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল সংক্ষেপে এদের মনে রাখার জন্য  ‘বেনীআসহকলা’ বলা হয়।

৭) সূর্যের এই সাতটি রং আমরা কখন দেখতে পাই?
উত্তরঃ- যখন রামধনু ওঠে তখন এই রংগুলি দেখতে পাই।

৮) আকাশকে আমরা নীল দেখি কেন?

উত্তরঃ- সূর্যরশ্মি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে পৃথিবীতে আসার সময় উপরের স্তরের হাইড্রোজেন ও তড়িটযুক্ত স্তর সূর্যের নীল আলোকেই শোষন করে। তাই আকাশকে নীল দেখায়।

৯) পৃথিবী ও সূর্য এদের মধ্যে কে কার চারিদিকে ঘোরে?

উত্তরঃ- পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।

১০) পৃথিবী কত কিমি. বেগে সূর্যের চারিদিকে ঘোরে?

উত্তরঃ- ঘণ্টায় ১ লক্ষ ৯ হাজার কি:মি. বেগে ঘোরে।

১১) নক্ষত্র কী?

উত্তরঃ- সূর্যের মতো যে সব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে।

১২)  দিনের বেলা সূর্য ছাড়া কোন গ্রহ-নক্ষত্রে দেখা যায় না কেন?
উত্তরঃ- সকল গ্রহ ও নক্ষত্রের থেকে সূর্যের আলো প্রখর। তাই সূর্যের তীব্র আলোর ফলে কোন গ্রহ-নক্ষত্র দেখা যায় না৷

১৩) গ্রহ কাকে বলে ? গ্রহ কয়টি ও কী কী ?
উত্তরঃ- সূর্যের চারিদিকে যেগুলি ঘোরে সেগুলিকে গ্রহ বলে। গ্রহ নয়টি। যথা-বুধ, শুরু, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো।

১৪) পৃথিবী কী?
উত্তরঃ- পৃথিবী একটি গ্রহ।

১৫) উপগ্রহ কী?
উত্তরঃ- যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। এরা সূর্যের আলোয় আলোকিত হয়।

১৬) গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ- প্রহ সূর্যের চারিদিকে ঘোরে। নক্ষত্র স্থিরভাবে এক জায়গায় থাকে। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। নক্ষত্রের নিজস্ব আলো আছে।

১৭) চাঁদ কি? 
উত্তরঃ- চাদ একটি উপগ্রহ।

১৮) পৃথিবীর উপগ্রহ কী?
উত্তরঃ- চাঁদ।

১৯) গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ- গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে এবং উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে।

২০) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
উত্তরঃ- শনির গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি, ২১টি।

২১) লোহিত গ্রহ কাকে বলে?
উত্তরঃ- মঙ্গলকে ।

২২)  আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম কী?
উত্তরঃ- লুব্ধক ।

২৩)  কোন তারার সাহায্যে দিক নির্ণয় করা হয়?

উত্তরঃ- ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা হয় ।


২৪) শনির বৃহত্তম উপগ্রহের নাম কী?
উত্তরঃ- টাইটান ।

সৌরজগতের কথা

২৫) কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয়?
উত্তরঃ- বৃহস্পতিকে ।

২৬) ফোবস্‌ ও ডিমস্‌ এরা কী?
উঃ ফোবস্‌ ও ডিমস্‌ এরা মঙ্গলের উপগ্রহ ।

২৭) কোন গ্রহের সুবিশাল বলয় আছে?

উত্তরঃ- শনির সুবিশাল বলয় আছে।

আরোও পড়ুন –

মানব দেহের বিষয়ে

error: Content is protected !!