হাজি মহম্মদ মহসিন: মহৎ লোকের মহৎ কথা

হাজি মহম্মদ মহসিন

হাজি মহম্মদ মহসিন

গভীর রাত। এক ভদ্রলোক শহরের পথে সুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি কুঁড়েঘর থেকে
এক মহিলার গলা শুনলেন- “এই দাড়া, ভাতটা ফুটুক তবে তো খাবি। ” ঘরে ঢুকে ভদ্রলোক দেখলেন, এঁদের ঘরে চাল-ডাল কিছুই নেই, হাড়িতে শুধুজল চাপিয়ে গরিব বৃদ্ধাটি নাতি নাতনিদের ফীকি দিচ্ছেন। ভদ্রলোক তাড়াতাড়ি বাড়ি গিয়ে অনেক রকম খাবার এনে দিলেন। এরপর থেকে তিনি
পরিবারটির মাসোহারার ব্যবস্থাও করে দেন। এই মহানুভব মানুষটি কে জানো? ইনি হাজি হাজি মহম্মদ মহসিন৷ মানুষের জন্য তার ছিল প্রাণ ভরা ভালোবাসা।

হাজি মহম্মদ মহসিন বিষয়ে জেনে নিই

জন্ম= ১৭৩২ সাল।

জন্মস্থান = হুগলি (পশ্চিমবঙ্গ)

বাবা = হাজি ফৈজুল্লা

মৃত্যু = ১৮২১ সাল

আচার্য প্রফুল্লচন্দ্র রায়

error: Content is protected !!