আপনি কি খুঁজছেন Bangla to English অনুবাদ? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা তুলে ধরেছি ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ বাংলা থেকে ইংরেজী অনুবাদ, যা স্কুল-কলেজ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও দৈনন্দিন জীবনে কাজে লাগবে।
এই Bangla to English translation (বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন) তালিকায় আপনি সহজ ও গঠিত বাক্য পাবেন, যেগুলোর ইংলিশ বাংলা অনুবাদও বোঝানো হয়েছে। একইসাথে, যারা English to Bangla অনুবাদ খুঁজছেন, তাদের জন্যও পরবর্তীতে একটি পর্ব থাকবে।
(toc)
Top 10 বাংলা থেকে ইংরেজি অনুবাদ (Bangla to English Sentences)
- আমি ভাত খাই। – I eat rice.
- সে স্কুলে যায়। – He goes to school.
- তুমি কোথায় থাকো? – Where do you live?
- আমরা ক্রিকেট খেলি। – We play cricket.
- আজ আকাশ মেঘলা। – The sky is cloudy today.
- সে খুব ভালো ছেলে। – He is a very good boy.
- তারা বই পড়ে। – They read books.
- আমার একটি কলম আছে। – I have a pen.
- সে গান গায়। – She sings a song.
- আমরা ভোরে উঠি। – We wake up early in the morning.
Bangla to English Translation:
আমি প্রত্যহ স্কুলে যাই – I go to school everyday.
আমরা কলিকাতা রওনা হইয়াঁছিলাম- We started for Kolkata.
সূর্য পূর্বদিকে উদিত হয়- The sun rises in the east.
আমি আপনার দৃষ্টান্ত অনুসরণ করিব- I shall follow your cxample.
তাহারা আমার আদেশ পালন করিবে- They will obey my orders.
সেখানে কেহ উপস্থিত ছিল না- Nobody was present there.
আমি তাজমহল দেখি নাই- I have not seen the Tajmahal.
নরেন সত্য কথা বলিবে না- Naren will not speak the truth.
ঘড়িটির চাবি নাই- The watch has no key.
তাহার বলার মতো কিছু নাই-He has nothing to say.
Interrogative Sentences
তুমি কি আমাদের স্কুলের ছাত্র?- Are you a student of our school?
রামের ভাই কি ডাক্তার ছিল না?- Was not Ram’s brother a doctor?
তাহার কি হইয়াছে ?- What is the matter with him?
তুমি এখন কোথা হইতে আসিয়াছ?- Where have you come from now?
শ্রেণীর মধ্যে সবচেয়ে ভাল ছাত্র কে?- Who is the best boy in the class ?
তোমার পিতার বয়স কত ?- How old is your father ?
Imperative Sentence
অবিলম্বে সেখানে যাও- Te Go there at once.
সময় নষ্ট করিও না- Do not waste time.
রৌদ্রে দৌড়াবে না- Do not run in the sun.
নিজের পড়া শিখ- Prepare your lessons.
মাঝে মাঝে আমাকে লিখিও- Please write to me now and then.
অনুগ্রহ করিয়া তাহাকে যাইতে দিন- Please let him go.
আমরা এখন যাই- Let us go now.
Optative Sentences
তুমি সুখী হও- May you be happy.
ভগবান তোমার মঙ্গল করুন – May God bless you.
তোমরা দীর্ঘজীবি হও- May you live long.
ঈশ্বর তাহাকে শান্তি দিন- May God grant him peace.
আমরা যেন জীবনে উন্নতি করিতে পারি- May we prosper in life.
তাঁহার আত্মার সদগতি হউক- May his soul rest in peace.
Exclamatory Sentences
কি মনোহর দৃশ্য !- What a charming sight it is !
হায়, আমার কি সর্বনাশ হইল !- Alas, I am undone !
তুমি কি বোকা !- What a fool you are !
বাঘটা কি ভয়ংকর !- How terrible the tiger is !
আজ কি গরম !- What a hot day this is !
হুররে, আমরা খেলায় জিতিয়াছি- Hurrah, we have won the game.
এইরূপ অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়- Death before such dishonour.
Simple Sentence
প্রজাপতি ফুলে ফুলে উড়ে = The butterfly flies from flower to flower.
আমরা আগুন ও জল ছাড়া চলিতে পারি না = We cannot do without fire and water.
তুমি এখানে আসো নাই কেন? = Why did you not come here?
তোমার সাফল্যের কথা শুনিয়া আমি আনন্দিত হইয়াছি = I am glad to hear your success.
সূর্য অস্ত গেলে আমরা ঘরে গেলাম = The sun having set, we went home.
Complex Sentence:
সাধুতাই উত্তম উপায় বলিয়া আমরা জানি= We know that honesty is the best policy.
যাহা চিকচিক করে তাহাই সোনা নহে = All the glitters is not gold.
আমাদের বাসগৃহটি খুব পুরাতন = The house in which we live in is very old.
আপনি আসিলে আমি আনন্দ পাইব =I shall be glad if you come.
দশ বৎসর বয়সে সে পিতা-মাতাকে হায়ায় = He lost his parents when he was ten.
Compound Sentence:
সূর্য পূর্বদিকে উঠে ও পশ্চিম দিকে অস্ত যায় =The sun rises in the east and sets in the west.
সে পড়িতে পারে কিন্তু লিখিতে পারে না = He can read but cannot write.
কাজ না করিলে চলিয়া যাও = Do the work or go away.
ভিক্ষুকটি দেখিতেও পায় না, শুনিতেও পায় না = The beggar can neither see nor hear.
হয় রুনু না হইলে ঝুনু, পেয়ালাটা ভাঙ্গিয়াছে = Either Runu or Jhunu has broken the cup.
তাড়াতাড়ি কর না হইলে ট্রেন পাইবে না = Make haste or you will miss the train.
Bangla to English Translation Paragraph (প্যারাগ্রাফ অনুবাদ)
বাংলা প্যারাগ্রাফ অনুবাদ শেখা অনেক শিক্ষার্থীর কাছে একটি চ্যালেঞ্জ। নিচে একটি ছোট উদাহরণ দেওয়া হলো:
বাংলা: আমার নাম রাজু। আমি একটি ছোট গ্রামে থাকি। প্রতিদিন
সকালে আমি স্কুলে যাই। আমি আমার স্কুলকে ভালোবাসি।
English: My name is Raju. I live in a small village. Every
morning I go to school. I love my school.
কেন এই অনুবাদগুলো গুরুত্বপূর্ণ?
- এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পরীক্ষায় আসে।
- Bengali to English translation paragraph অংশে ভালো করতে সাহায্য করে।
- Daily conversation ও লিখিত ইংরেজি অনুশীলনে সহায়ক।
- Vocabulary ও Grammar একসাথে শেখার সহজ উপায়।
প্রতিদিন ২/৩ টি নতুন বাংলা টু ইংলিশ অনুবাদ আমরা এই পেজে যুক্ত করবো, তাই পোস্টটি বুকমার্ক করে রাখুন এবং শেয়ার করতে ভুলবেন না।