ভাষার সৌন্দর্য ও শক্তি নির্ভর করে সঠিক বাক্য রচনা র উপর। বাংলা ভাষায় (Make Sentence in Bengali) বাক্য গঠন কেবল শব্দের সমষ্টি নয়, বরং এটি অর্থ ও ভাব প্রকাশের এক কাব্যিক কাঠামো। চলুন দেখে নিই স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ অনুযায়ী বাক্য রচনা এর উদাহরণ-
(toc)
বাক্য রচনা কী?
বাংলা ভাষা শেখার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো বাক্য রচনা (bakko rochona in bengali)। এটি শিশু থেকে শুরু করে যে কোনও শ্রেণির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চর্চা। সঠিকভাবে বাক্য গঠন করতে পারলে ভাষার উপর দখল আরও দৃঢ় হয়।
বাক্য রচনা করো: কীভাবে শুরু করব?
যখন বলা হয় “বাক্য রচনা করো”, তখন বুঝতে হবে যে তোমার কাজ একটি শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ একটি বাক্য তৈরি করা। নিচে কিছু জনপ্রিয় শব্দ দিয়ে বাক্য রচনার উদাহরণ দেওয়া হলো:
উদাহরণ: বাক্য রচনা বই থেকে সংগ্রহ
- আবিষ্কার: রেডিও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
- ঘর: আমি প্রতিদিন আমার ঘর পরিষ্কার করি।
- আওয়াজ: বাইরে থেকে কুকুরের আওয়াজ আসছে।
- জিনিস: প্রতিটি জিনিস যত্ন করে রাখতে হয়।
- শব্দ: প্রতিটি শব্দের অর্থ বুঝে পড়তে হয়।
- খুশি: সে পরীক্ষায় ভালো ফল করে খুব খুশি হয়েছে।
- নিজের: নিজের কাজ নিজেই করা উচিত।
বাক্য রচনা বাংলা ভাষায় কেন গুরুত্বপূর্ণ?
বাক্য রচনা বাংলা ভাষায় লেখার ও বলার ক্ষমতা উন্নত করে। এটি শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনের যোগাযোগের জন্যও প্রয়োজনীয়।
শিশুরা কীভাবে শিখবে?
একটি সহজ বাক্য রচনা বই শিশুর শেখার জন্য খুবই সহায়ক হতে পারে। প্রথমে ছোট শব্দ দিয়ে বাক্য গঠন শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে বড় বাক্যে অভ্যস্ত করতে হবে।
- বাক্য রচনা বাংলা ভাষা শেখার ভিত্তি।
- প্রতিদিন নতুন শব্দ দিয়ে অনুশীলন করা প্রয়োজন।
- “বাক্য রচনা করো” বললে একটি শব্দ নিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে।
- আবিষ্কার, ঘর, আওয়াজ, শব্দ – এই ধরনের শব্দ দিয়ে চর্চা করলে উন্নতি নিশ্চিত।
বাংলা বাক্য রচনার তালিকা
অ দিয়ে বাক্য গঠন
অবদান = ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দের অবদান অনস্বীকার্য ।
অসত্য = অসত্য কথা বলা অন্যায়৷
অপমান = অপমানে মন কাঁদে।
অন্ধবিশ্বাস = অন্ধবিশ্বাসে ডুবে থাকা ভুল।
অসহিষ্ণু = অসহিষ্ণু হলে সমস্যা বাড়ে।
অদৃশ্য = অদৃশ্য বিষয়গুলো বুঝতে কঠিন।
অফিস = অফিসে সময়মত যেতে হয়।
অমাবস্যা = অমাবস্যায় চাঁদ দেখা যায় না।
অন্তর = অন্তর থেকে কাজ করলে সফলতা আসে।
অবসর = আমি অবসর সময়ে বই পড়ি।
অঙ্ক = অঙ্ক আমার প্রিয় বিষয়।
অপরাধ = অপরাধ করলে শাস্তি পেয়ে হয়।
অভ্যর্থনা = অভ্যর্থনা অনুষ্ঠানে সবাই এলো।
অর্থনীতি = অর্থনীতি সমাজের একটি বিষয়।
অভিনয় = অভিনয় একটি সুন্দর শিল্প।
অগ্নি = অগ্নি থেকে সাবধান থাকতে হয়।
অচেনা = অচেনা লোকের কাছ থেকে কিছু নেওয়া ঠিক নয়।
অভিমান = অভিমান করলে সম্পর্ক দুর্বল হয়৷
অশুভ = অশুভ শক্তির কাছে কখনোই মাথা নিচু করতে নেই ।
অরূপ = অরূপ দেবারতির প্রিয় বন্ধু
অদাহ্য = পৃথিবীতে অনেক অদাহ্য পদার্থ আছে।
অখাদ্য = অখাদ্য শরীরের জন্য হানিকর।
অসুখ = অসুখ হলে ডাক্তারখানায় যেতে হয়।
অমিল = রঙের মধ্যে অমিল থাকে।
অনুগ্রহ = অনুগ্রহ করে আমার ছুটি মঞ্জুর করবেন।
অনুপস্থিত = স্কুলে অনুপস্থিত থাকিলে প্রধান শিক্ষকের কাছে আবেদন করিতে হয়৷
অনুরূপ = ত্রিভুজে অনুরূপ বাহু থাকে।
অনুমান = অতি ক্ষুদ্র জিনিস অনুমান করা যায় না।
অনুসন্ধান = বিজ্ঞানীরা নতুন আবিষ্কারের জন্য সব সময় অনুসন্ধান করেন।
আ bakko rochona in bengali
আলো = জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার দূর হবে না ।
আদর্শ = নেতাজী সুভাষচন্দ ভারতের যুব সমাজের আদর্শ ।
আদর-আপ্যায়ন =ঘরে অতিথি আসলে তাদের আদর-আপ্যায়ন করা উচিত।
আসল = আসল আর নকলের মধ্যে পার্থক্য খুজে পাওয়া সব সময় সম্ভব হয় না ।
শব্দ দিয়ে বাক্য গঠনঃ ই
ইট = ঘর তৈরিতে ইটের ব্যবহার অনেক বেশি ।
ইতস্তত = কুকুরটি রাস্তায় খাবারের খোঁজে ইতস্তত হয়ে ঘুরে বেড়াচ্ছে৷
ইউরোপ = ডেভিডের বাবা ইউরোপে থাকেন।
ঈ
ঈগল = ঈগল পাখি আর আগের মতো দেখা মেলে না ।
উ
উপস্থিত = আমি প্রত্যহ স্কুলে উপস্থিত থাকি।
উট = মরুভূমির প্রধান জন্তু উট ।
উপযোগী = বিশুদ্ধ জল খাওয়ার উপযোগী ।
ঊ
ঋ
ঋণ = রমেনের টাকার প্রয়োজন ছিল তাই সে আমার কাছ থেকে ঋণ নিয়েছে ।
ঋতু = আম, কাঠাল হলো গ্রীষ্ম ঋতুর ফল ।
এ
এলাকা = রামু গত কালকে আমাদের এলাকায় এসেছিল ।
এলোমেলো = ঘরের কাপড় গুলো আজ এলোমেলো ।
ঐ
ঐতিহাসিক = ভারতের বুকে অনেকগুলি ঐতিহাসিক স্থান রয়েছে।
ও
ও = ও আমার অনেক ভালো বন্ধু।
ঔ
ঔষধ = গতকাল বাবা আমার জন্য ঔষধ এনেছিলেন ।
ক
কান্না = দুঃখী মানুষের কান্না দূর করতে এগিয়ে আসাই প্রকৃত মানবতা ।
কালো মেঘ = আকাশে কালো মেঘে বিদ্যুৎ চমকায়।
কলম = আমরা বন্ধু আমাকে একটি কলম উপহার দিয়েছে ।
খ
খিচুড়ি = রকি সহজ কথাকে খিচুড়ি পাকিয়ে উত্তর দেয় ।
খুক্কোশ = খুক্কোশ একটি কাল্পনিক রাক্ষস জাতীয় প্রাণী।
খাবার = অতিরিক্ত খাবার খাওয়া ঠিক নয়।
গ
গরম= গরম দিয়ে সুতির কাপড় আরামদায়ক
গাছ = গাছ না থাকলে মানুষ থাকবে না ।
গ্রন্থমেলা = আমাদের গ্রামে গ্রন্থমেলা হয়৷
গ্রন্থাগারিক = প্রতিটি গ্রন্থাগারে গ্রন্থাগারিক থাকেন।
গোলাপ = আমাদের ফুল বাগানে গোলাপের গাছ আছে।
ঘ
ঘাস = গরু ঘাস খায়।
ঘর = গ্রানের কুড়ে ঘর গুলো দেখতে অনেক সুন্দর ।
ঙ
ব্যাঙ = এই দিঘিতে অনেক ব্যাঙ ।
রঙ = রামধুনুর সাতটি রঙ ।
চ
চিঠি = আধুনিক যুগে চিঠি লিখার চল প্রায় উঠেই গেছে ।
চেতনা = প্রকৃত শিক্ষাই পারে মানুষের চেতনা জাগ্রত করতে ।
চোখ = নিজের চোখ দিয়ে পৃথিবীর সুন্ধর্য ভোগ করুণ ।
ছ
ছড়া = আমার ছোট বোন আমাকে রোজ ছড়া শোনায়।
ছাত্রবৎসল = আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছাত্রবৎসল ছিলেন।
ছেলে = এই ছেলেটি ছবি অংকনে খুবই পারদর্শী ।
জ
জল = জলের আরেক না জীবন ।
জেলে = আগামী কালকে জেলেরা এসেপুকুর থেকে মাছ মারবে ।
ঝ
ঝংকার = অসম সরকার ঝংকার নামে একটি সাহিত্য বই প্রকাশ করেছে ।
ঝক = মাঠে ধান পেকে সোনার মতো ঝকছে ।
ঞ
ট
টগর = আমাদের বাড়িতে টগর ফুলের গাছ আছে ।
টিয়া = আমাদের গ্রামের গাছগুলোতে টিয়া পাখি দেখা যায় ।
টাকা = আজ মা আমাকে ৫০ টাকা দিয়েছেন ।
ঠ
ঠিকানা = চিঠি লিখার সময় খামের পেছনে ঠিকানা লিখতে হয় ।
ঠোট = হাসের ঠোট চ্যাপটা ও লম্বা ।
ড
ডাকঘর = আমাদের গ্রামে একটি ডাকঘর আছে ।
ডুমুর = আমাদের বিদ্যালয় চত্তরে একটি ডুমুরের গাছ আছে ।
ঢ
ণ
ত
তাল = আমাদের গ্রামে অনেক তাল গাছ আছে ।
তালা = ভালো মানের তালার অনেক দাম ।
থ
দ
দোকান = আমাদের ঘরের সামনেই একটি মুদি দোকান আছে।
দারোয়ান = দারোয়ান ধনী মানুষদের পাহারা দেয়।
দিগ্-বিদিক = খাবারের জন্য জনসাধারণ দিগ্-বিদিক ভিক্ষা করতে লাগল।
দরজা = বহু দিনের পুরোনো দরজা খুললে ক্যাচ-ক্যাচ শব্দ করে ।
ধ
ধান = ধান আমাদের প্রধান খাদ্যশস্য।
ধনী = সমাজের ধনী ব্যক্তিরা অসহায়দের সাহায্য করা উচিৎ।
ন
নদী = ভারতের জাতীয় নদীর নাম গঙ্গা।
নৈশ = যাতায়াতের জন্য আমাদের রাজ্যে নৈশ বাসের ব্যবস্থা আছে।
প
পুরস্কার = আগামীকাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী সভা।
পাখি = আমাদের রাজ্যে দূর-দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা আসে৷
পাহাড় = আমাদের জন্মভূমি পাহাড় পর্বতে ঘেরা।
ফ
ফল = কাঠাল একটি গ্রীষ্মেকালীন ফল৷
ফলক = আমাদের গ্রামের
রাস্তাগুলোতে মাইল ফলক আছে।
ব
বন্যা = বৃক্ষ রোপন করে বন্যা রোধ করা যায়৷
বৃষ্টি = আজ অবিরাম বৃষ্টি হচ্ছে।
বিখ্যাত = বিদ্যাসাগর দয়ার সাগর নামে বিখ্যাত ছিলেন।
বুদ্ধিদীপ্ত = বুদ্ধিদীপ্ত আলোচনা শুনতে ভালো লাগে।
বাড়ি = আমাদের বাড়ির পুকুরটির চেয়ে জয়সাগর পুকুর বড়ো।
বক = বক মাছ খেয়ে বেঁচে থাকে৷
বই = আমি রোজ বই পড়ি ।
বিশ্ববিদ্যালয় = আমার ভাই অসম বিশ্ববিদ্যালয়ে পড়ে।
ভ
ভাল্লুক = ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় ভাল্লুক দেখা যায়৷
ভালো = সৌমেন্দ্র ভালো ছেলে।
ম
মাছ = প্রতি সপ্তাহে এখানে মাছের বাজার বসে।
মজা = যোগীন্দ্রনাথ সরকারের একটি কবিতা নাম হল মজার দেশ।
মোটা = অভিজিৎ রাজেশের চেয়ে মোটা।
য
র
রক্ত = আমি প্রতি বৎসর রক্তদান করি।
রাত = কুকুর রাতে পাহারা দেয়৷
রোজ = অরুণ রোজ সকালে হাঁটে।
রাজকন্যে = নীল পাহাড়ের দেশে রাজকন্যে থাকে।
রাক্ষস = রাক্ষস আর খোক্কশেরা রাজকন্যেকে পাহারা দেয়।
ল
লতা = লাউ-ঝিঙে হলো লতা জাতীয় উদ্ভিদ ।
লেখা = অরূপের হাতের লেখা খুবই ভালো।
লতা-পাতা =গুটিপোকা ও শুয়োপোকা গাছের লতা-পাতা খেয়ে ফেলে।
শ
শশা = শশা গাছ একটি লতা জাতীয় উদ্ভিদ ।
শস্য = ধান আমাদের প্রধান খাদ্যশস্য ।
শ্বেত = চুনের রঙ শ্বেত।
শত্রু = অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু।
ষ
স
সবজি = আমাদের গ্রামের হাটে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়।
সম্মান = অতিথিকে সম্মান করা উচিত৷
সাহায্য = অন্ধ লোকের সাহায্য করো।
সঞ্চয় = অর্থ সঞ্চয় করা প্রয়োজন।
সময় = অতিরিক্ত সময় নষ্ট করো না।
সাপ = অজগর একটি বড় সাপ।
সবুজ = আমাদের গ্রামটি সবুজে ঘেরা।
স্বপ্ন = জীবনে বড় মানুষ হওয়া সকলের স্বপ্ন হওয়া উচিত।
স্বনামধন্য = বিভূতিভূষণ বন্দোপাধ্যায় স্বনামধন্য সাহিত্যেক৷
স্নেহ = শিক্ষক-শিক্ষয়িত্রীরা আমাদের স্নেহ করেন।
স্নিগ্ধ = মায়ের স্নিগ্ধ রূপ আর কারো মাঝে দেখা যায় না।
স্কুল = রবিবারে স্কুল বন্ধ থাকে।
সাগর = সাগর পারে নারিকেল গাছ দেখা যায়।
স্বপ্ন = আমি জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখি।
স্মৃতি = অবচেতন মনেও স্মৃতি থাকে।
হ
হাট = গ্রামের হাটে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ওঠে।
হাড় = মানব শরীরে ২০৬ টি হার আছে।
অনুশীলনের জন্য প্রশ্ন:
নিচের শব্দগুলি দিয়ে নিজে নিজে বাক্য রচনা করো:
- আবিষ্কার
- খুশি
- নিজের
- জিনিস
- শব্দ
এই পোস্টটি যদি তোমার উপকারে আসে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ।