বিভিন্ন শব্দ দিয়ে বাক্য রচনা বা বাক্য গঠন উদাহরণ , বাক্য গঠন, বাক্য রচনা pdf, বাক্য রচনা, বাক্য রচনা pdf , শব্দ দিয়ে বাক্য রচনা, Bakyarachana. Make Sentence in Bengali.
(toc)
বাক্য রচনা
অ দিয়ে বাক্য গঠন
অবদান = ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দের অবদান অনস্বীকার্য ।
অশুভ = অশুভ শক্তির কাছে কখনোই মাথা নিচু করতে নেই ।
আদর্শ = নেতাজী সুভাষচন্দ ভারতের যুব সমাজের আদর্শ ।
অরূপ = অরূপ দেবারতির প্রিয় বন্ধু
অদাহ্য = পৃথিবীতে অনেক অদাহ্য পদার্থ আছে।
অখাদ্য = অখাদ্য শরীরের জন্য হানিকর।
অসুখ = অসুখ হলে ডাক্তারখানায় যেতে হয়।
অমিল = রঙের মধ্যে অমিল থাকে।
অনুগ্রহ = অনুগ্রহ করে আমার ছুটি মঞ্জুর করবেন।
অনুপস্থিত = স্কুলে অনুপস্থিত থাকিলে প্রধান শিক্ষকের কাছে আবেদন করিতে হয়৷
অনুরূপ = ত্রিভুজে অনুরূপ বাহু থাকে।
অনুমান = অতি ক্ষুদ্র জিনিস অনুমান করা যায় না।
অনুসন্ধান = বিজ্ঞানীরা নতুন আবিষ্কারের জন্য সব সময় অনুসন্ধান করেন।
আ
আলো = জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার দূর হবে না ।
আদর-আপ্যায়ন =ঘরে অতিথি আসলে তাদের আদর-আপ্যায়ন করা উচিত।
আসল = আসল আর নকলের মধ্যে পার্থক্য খুজে পাওয়া সব সময় সম্ভব হয় না ।
ই
ইট = ঘর তৈরিতে ইটের ব্যবহার অনেক বেশি ।
ইতস্তত = কুকুরটি রাস্তায় খাবারের খোঁজে ইতস্তত হয়ে ঘুরে বেড়াচ্ছে৷
ইউরোপ = ডেভিডের বাবা ইউরোপে থাকেন।
ঈ
ঈগল = ঈগল পাখি আর আগের মতো দেখা মেলে না ।
উ
উপস্থিত = আমি প্রত্যহ স্কুলে উপস্থিত থাকি।
উট = মরুভূমির প্রধান জন্তু উট ।
উপযোগী = বিশুদ্ধ জল খাওয়ার উপযোগী ।
ঊ
ঋ
ঋণ = রমেনের টাকার প্রয়োজন ছিল তাই সে আমার কাছ থেকে ঋণ নিয়েছে ।
ঋতু = আম, কাঠাল হলো গ্রীষ্ম ঋতুর ফল ।
এ
এলাকা = রামু গত কালকে আমাদের এলাকায় এসেছিল ।
এলোমেলো = ঘরের কাপড় গুলো আজ এলোমেলো ।
ঐ
ঐতিহাসিক = ভারতের বুকে অনেকগুলি ঐতিহাসিক স্থান রয়েছে।
ও
ও = ও আমার অনেক ভালো বন্ধু।
ঔ
ঔষধ = গতকাল বাবা আমার জন্য ঔষধ এনেছিলেন ।
ক
কান্না = দুঃখী মানুষের কান্না দূর করতে এগিয়ে আসাই প্রকৃত মানবতা ।
কালো মেঘ = আকাশে কালো মেঘে বিদ্যুৎ চমকায়।
কলম = আমরা বন্ধু আমাকে একটি কলম উপহার দিয়েছে ।
খ
খিচুড়ি = রকি সহজ কথাকে খিচুড়ি পাকিয়ে উত্তর দেয় ।
খুক্কোশ = খুক্কোশ একটি কাল্পনিক রাক্ষস জাতীয় প্রাণী।
গ
গরম= গরম দিয়ে সুতির কাপড় আরামদায়ক
গাছ = গাছ না থাকলে মানুষ থাকবে না ।
গ্রন্থমেলা = আমাদের গ্রামে গ্রন্থমেলা হয়৷
গ্রন্থাগারিক = প্রতিটি গ্রন্থাগারে গ্রন্থাগারিক থাকেন।
গোলাপ = আমাদের ফুল বাগানে গোলাপের গাছ আছে।
ঘ
ঘাস = গরু ঘাস খায়।
ঘর = গ্রানের কুড়ে ঘর গুলো দেখতে অনেক সুন্দর ।
ঙ
ব্যাঙ = এই দিঘিতে অনেক ব্যাঙ ।
রঙ = রামধুনুর সাতটি রঙ ।
চ
চিঠি = আধুনিক যুগে চিঠি লিখার চল প্রায় উঠেই গেছে ।
চেতনা = প্রকৃত শিক্ষাই পারে মানুষের চেতনা জাগ্রত করতে ।
চোখ = নিজের চোখ দিয়ে পৃথিবীর সুন্ধর্য ভোগ করুণ ।
ছ
ছড়া = আমার ছোট বোন আমাকে রোজ ছড়া শোনায়।
ছাত্রবৎসল = আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছাত্রবৎসল ছিলেন।
ছেলে = এই ছেলেটি ছবি অংকনে খুবই পারদর্শী ।
জ
জল = জলের আরেক না জীবন ।
জেলে = আগামী কালকে জেলেরা এসেপুকুর থেকে মাছ মারবে ।
ঝ
ঝংকার = অসম সরকার ঝংকার নামে একটি সাহিত্য বই প্রকাশ করেছে ।
ঝক = মাঠে ধান পেকে সোনার মতো ঝকছে ।
ঞ
ট
টগর = আমাদের বাড়িতে টগর ফুলের গাছ আছে ।
টিয়া = আমাদের গ্রামের গাছগুলোতে টিয়া পাখি দেখা যায় ।
টাকা = আজ মা আমাকে ৫০ টাকা দিয়েছেন ।
ঠ
ঠিকানা = চিঠি লিখার সময় খামের পেছনে ঠিকানা লিখতে হয় ।
ঠোট = হাসের ঠোট চ্যাপটা ও লম্বা ।
ড
ডাকঘর = আমাদের গ্রামে একটি ডাকঘর আছে ।
ডুমুর = আমাদের বিদ্যালয় চত্তরে একটি ডুমুরের গাছ আছে ।
ঢ
ণ
ত
তাল = আমাদের গ্রামে অনেক তাল গাছ আছে ।
তালা = ভালো মানের তালার অনেক দাম ।
থ
দ
দোকান = আমাদের ঘরের সামনেই একটি মুদি দোকান আছে।
দারোয়ান = দারোয়ান ধনী মানুষদের পাহারা দেয়।
দিগ্-বিদিক = খাবারের জন্য জনসাধারণ দিগ্-বিদিক ভিক্ষা করতে লাগল।
দরজা = বহু দিনের পুরোনো দরজা খুললে ক্যাচ-ক্যাচ শব্দ করে ।
ধ
ধান = ধান আমাদের প্রধান খাদ্যশস্য।
ধনী = সমাজের ধনী ব্যক্তিরা অসহায়দের সাহায্য করা উচিৎ।
ন
নদী = ভারতের জাতীয় নদীর নাম গঙ্গা।
নৈশ = যাতায়াতের জন্য আমাদের রাজ্যে নৈশ বাসের ব্যবস্থা আছে।
প
পুরস্কার = আগামীকাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী সভা।
পাখি = আমাদের রাজ্যে দূর-দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা আসে৷
পাহাড় = আমাদের জন্মভূমি পাহাড় পর্বতে ঘেরা।
ফ
ফল = কাঠাল একটি গ্রীষ্মেকালীন ফল৷
ফলক = আমাদের গ্রামের
রাস্তাগুলোতে মাইল ফলক আছে।
ব
বন্যা = বৃক্ষ রোপন করে বন্যা রোধ করা যায়৷
বিখ্যাত = বিদ্যাসাগর দয়ার সাগর নামে বিখ্যাত ছিলেন।
বুদ্ধিদীপ্ত = বুদ্ধিদীপ্ত আলোচনা শুনতে ভালো লাগে।
বাড়ি = আমাদের বাড়ির পুকুরটির চেয়ে জয়সাগর পুকুর বড়ো।
বক = বক মাছ খেয়ে বেঁচে থাকে৷
বই = আমি রোজ বই পড়ি ।
বিশ্ববিদ্যালয় = আমার ভাই অসম বিশ্ববিদ্যালয়ে পড়ে।
ভ
ভাল্লুক = ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় ভাল্লুক দেখা যায়৷
ভালো = সৌমেন্দ্র ভালো ছেলে।
ম
মাছ = প্রতি সপ্তাহে এখানে মাছের বাজার বসে।
মজা = যোগীন্দ্রনাথ সরকারের একটি কবিতা নাম হল মজার দেশ।
মোটা = অভিজিৎ রাজেশের চেয়ে মোটা।
য
র
রক্ত = আমি প্রতি বৎসর রক্তদান করি।
রাত = কুকুর রাতে পাহারা দেয়৷
রাজকন্যে = নীল পাহাড়ের দেশে রাজকন্যে থাকে।
রাক্ষস = রাক্ষস আর খোক্কশেরা রাজকন্যেকে পাহারা দেয়।
ল
লতা = লাউ-ঝিঙে হলো লতা জাতীয় উদ্ভিদ ।
লেখা = অরূপের হাতের লেখা খুবই ভালো।
লতা-পাতা =গুটিপোকা ও শুয়োপোকা গাছের লতা-পাতা খেয়ে ফেলে।
শ
শশা = শশা গাছ একটি লতা জাতীয় উদ্ভিদ ।
শস্য = ধান আমাদের প্রধান খাদ্যশস্য ।
শ্বেত = চুনের রঙ শ্বেত।
ষ
স
সবজি = আমাদের গ্রামের হাটে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়।
সবুজ = আমাদের গ্রামটি সবুজে ঘেরা।
স্বপ্ন = জীবনে বড় মানুষ হওয়া সকলের স্বপ্ন হওয়া উচিত।
স্বনামধন্য = বিভূতিভূষণ বন্দোপাধ্যায় স্বনামধন্য সাহিত্যেক৷
স্নেহ = শিক্ষক-শিক্ষয়িত্রীরা আমাদের স্নেহ করেন।
স্নিগ্ধ = মায়ের স্নিগ্ধ রূপ আর কারো মাঝে দেখা যায় না।
স্কুল = রবিবারে স্কুল বন্ধ থাকে।
সাগর = সাগর পারে নারিকেল গাছ দেখা যায়।
স্বপ্ন = আমি জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখি।
হ
হাট = গ্রামের হাটে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ওঠে।
হাড় = মানব শরীরে ২০৬ টি হার আছে।