Class IV Environment Question Answer Lesson 3. Class IV EVS Assam. Class 4 bengali medium evs, class 4 evs bengali medium, Class 4 Environment book Question Answer, Class 4 Environment book Question Answer bengali Medium, Class 4 Environment SCERT Assam Class IV Environment Science All Question Answer জল পাঠ-৩ | ৪র্থ শ্রেণীর পরিবেশ চতুর্থ শ্রেণীর পরিবেশ পাঠক্রমের প্রশ্ন উত্তর Bengali Medium Solutions by Daily Barak.
(toc)
পাঠ-৩
জল
Class 4 EVS Assam | জল | ৪র্থ শ্রেণীর পরিবেশ পাঠ-৩
১। উত্তর লেখো-
(ক) জলের উৎসগুলো কী কী?
উত্তর :- জলের উৎসগুলো হলো – খাল-বিল, নদ-নদী,
হ্রদ, পুকুর, সাগর-মহাসাগর, ও ভূগর্ব।
(খ) ভূ-গর্ভে জলের অভাব ঘটতে পারার দুটি কারণ উল্লেখ করো।
উত্তর :- ভূ-গর্ভে
জলের অভাব ঘটতে পারার দুটি কারণ – (ক) অতিরিক্ত পরিমাণে জলের অপরিমিত ব্যাবহার
(খ) পর্যাপ্ত পরিমাণে নতুন নতুন গাছের চারা রোপন না করলে ৷
(গ) বায়ুতে ভেসে থাকা জলের কণিকা গুলোকে কী বলা হয়?
উত্তর :- বায়ুতে ভেসে
থাকা জলের কণিকা গুলোকে মেঘ বলে।
(ঘ) কুয়ার জলের উৎস কী?
উত্তর :- ভূ-গর্ভ।
(৬) নদী, হৃদ, সাগর, খাল-বিল ইত্যাদির জলকে কিসে বাষ্পে পরিণত করে?
উত্তর :-
নদী, হৃদ, সাগর, খাল-বিল ইত্যাদির জলকে সূর্যের তাপে বাষ্পে পরিণত করে।
২। শুদ্ধ উত্তরটিতে ‘√’ চিহ্ন দাও-
(ক) পুকুরের জল হল ভূ-পৃষ্ঠের/ভু-গর্ভের জল।
উত্তর:- পুকুরের জল হল
ভূ-পৃষ্ঠের জল ।
(খ) বৃষ্টির জল মাটিতে চুঁইয়ে/নলকুপের মাধ্যমে ভূ-গর্ভে প্রবেশ করে।
উত্তর:-
বৃষ্টির জল মাটিতে চুঁইয়ে মাধ্যমে ভূ-গর্ভে প্রবেশ করে।
(গ) পাকা জায়গার/মাটির মধ্য দিয়ে জল সহজে চুঁইয়ে ভূ-গর্ভে যেতে পারে।
উত্তর:-
মাটির মধ্য দিয়ে জল সহজে চুঁইয়ে ভূ-গর্ভে যেতে পারে।
(ঘ) শিলাবৃষ্টিতে শিলা/বরফ থাকে।
উত্তর:- শিলাবৃষ্টিতে শিলা থাকে।
৩। শূন্য স্থান পূর্ণ করো-
(ক) নলকুপের জলের উৎস হল……….. |
উত্তর :- ভূগর্ভ
(খ) পর্বতের শীতল অঞ্চলে জল…… হিসাবে থাকে।
উত্তর :- বরফ।
(গ) সাগরের জল………।
উত্তর :- লবণাক্ত ।
৪। ভু-গর্ভের জলের পরিমাণ স্থির রাখার জন্য গ্রহণযোগ্য দুটি ব্যবস্থার উল্লেখ করো।
উত্তর :- ভু-গর্ভের জলের পরিমাণ স্থির রাখার জন্য গ্রহণযোগ্য দুটি ব্যবস্থা হলো – (ক) জলের পরিমিত ব্যাবহার (খ) বৃষ্টির জল সংরক্ষণ করে ভূ-গর্ভে পাঠানোর ব্যবস্থা করা।
৫। সাগরের জল কেন সরাসরিভাবে ব্যবহার করা যায় না?
উত্তর
:- সাগরের জল লবণাক্ত থাকার কারণে সরাসরিভাবে ব্যবহার করা যায় না৷
৬। ভূ-গর্ভের জল কী কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর :- ভূ-গর্ভের জল ঘরোয়া কাজে ব্যাবহার করা ছাড়াও শিল্পোদ্যোগ, বিদ্যুৎ-উৎপাদন, জলসিঞ্চন ইত্যাদি বিভিন্ন কাজে প্রয়োজনেও ব্যাবহার করা হয়।
৭। শিলাবৃষ্টি ও বৃষ্টির পার্থক্য লেখো।
উত্তর :-
শিলাবৃষ্টি | বৃষ্টি |
জলকণা গুলো বেশি ঠান্ডা বায়ুর মধ্যে দিয়ে যায়, তখন এই জল জমে বরফে পরিণত হয়। পরে শিলা-বৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে। | বাষ্প যখন ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে, তখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা গুলো মিলিত হয়ে মেঘের সৃষ্টি হয় ও আকাশে ভাসতে থাকে। যখন এমন বহু জলকণা একত্রিত হয়, তখন ভারী হয়ে বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসে। |
জল প্রকৃতির অমূল্য সম্পদ। জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না।(alert-success)
*****