জীব ও পরিবেশ পাঠ ৭ | Class IV Environment Question Answer Lesson 7. জীব ও পরিবেশ পাঠের প্রশ উত্তর অসম বাংলা মাধ্যম।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। উত্তর লেখোঃ
(ক) কিসের জন্য একটি জীব অন্য জীবের উপর নির্ভর করে ?
উত্তরঃ খাদ্য শৃঙ্খলে আহারের জন্য একটি জীব অন্য একটি জীবের ওপর নির্ভরশীল।
(খ) পোষ্য প্রাণীদের যত্ন আমাদের কেন নেওয়া উচিত ?
উত্তরঃ পোষ্য প্রাণীরা আহার ও সুরক্ষার জন্য মানুষের ওপর নির্ভরশীল। তাই আমাদের উচিত এদের আদর ও যত্ন করা।
(গ) কোন্ কোন্ প্রাণী থেকে কী কী খাদ্য পাই লেখো।
উত্তরঃ আমরা গোরু, মহিষ, ছাগল ইত্যাদি প্রাণী থেকে দুধ পাই; হাঁস, মুরগী থেকে ডিম পাই; ছাগল, মুরগী, হাঁস, পায়রা ইত্যাদির মাংস খাই, মাছ খাই। তাছাড়া মাখন, পনির, মিষ্টি, দই ইত্যাদি দুধের থেকে তৈরি হয় যা গরু, মহিষ থেকে আমরা পাই।
(ঘ) খাদ্যশৃংখল বলতে কী বোঝে ?
উত্তরঃ খাদ্যের জন্য একটি প্রাণী অন্য কোন প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করে। খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভর করার প্রক্রিয়াকে খাদ্যশৃংখল বলে।
(ঙ) দুধ থেকে প্রস্তুত করা হয় এমন দুরকম মিষ্টির নাম লেখো।
উত্তরঃ দুধ থেকে প্রস্তুত করা দুরকম মিষ্টি হল রসগোল্লা ও সন্দেশ।
প্রশ্ন ১। নীচের ছবিটি দেখো ও কে কাকে খায় লেখোঃ
উত্তরঃ গাছ-পালা → গাছ-পালাকে খায় হরিণ → হরিণকে খায় বাঘ।
প্রশ্ন ২। নীচের ছবিটি দেখো এবং দলগতভাবে আলোচনা করে লেখোঃ
(ক) সাপের সংখ্যা কমে গেলে কী হবে ?
উত্তরঃ (ক) সাপের সংখ্যা কমে গেলে ইঁদুরের সংখ্যা বাড়বে।
(খ) ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে কী হবে ?
উত্তরঃ ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে শস্যের ক্ষতি হবে।
প্রশ্ন । হরিণ, জিরাফ, হাতি ইত্যাদি তৃণভোজী প্রাণীদের কেন তৃণভূমিতে দেখতে পাই ?
উত্তর হরিণ, জিরাফ, হাতি ইত্যাদি গাছ-পালা খেয়ে বেঁচে থাকে বলে এদেরকে আমরা তৃণভূমিতে দেখতে পাই।
প্রশ্ন ৪। তৃণভোজী প্রাণী পরিবেশে না থাকলে কী হত ?
উত্তরঃ তৃণভোজী প্রাণী পরিবেশে না থাকলে মাংস ভোজী প্রাণীদের সংখ্যা কমে যেতো। কারণ, মাংসভোজী প্রাণীরা তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকে।
প্রশ্ন ৫। উপরের ছবিগুলোতে কী দেখছো, নীচের খালি জায়গায় লেখো।
উত্তরঃ উপরে ছবিগুলোতে দেখা যায়—
প্রথম ছবিটি → কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে।
দ্বিতীয় ছবিটি → ঘোড়া গাড়ি টানছে।
তৃতীয় ছবিটি →গরুর দুধ দোয়া হচ্ছে।
চতুর্থ ছবিটি → মুরগী ডিম পেড়েছে।
প্রশ্ন ৬। মানুষকে বিভিন্ন কাজ ও খাদ্যের জন্য বিভিন্ন প্রাণীর ওপর নির্ভরশীল হতে হয়। মানুষ খাদ্যের জন্য কোন্ কোন্ প্রাণীর উপর নির্ভর করে ? নিজে চিন্তা করে নীচের খালি জায়গাগুলো পূর্ণ করোঃ
উত্তরঃ দুধের জন্য → দুধের জন্য মানুষ গরু এবং মহিষের উপর নির্ভরশীল।
ডিমের জন্য → ডিমের জন্য মানুষ মুরগী এবং হাঁসের উপর নির্ভরশীল
মাংসের জন্য → মাংসের জন্য মানুষ ছাগল এবং মুরগীর উপর নির্ভরশীল।
প্রশ্ন ৭। মানুষ পুকুরে কেন মাছ পালন করে ?
উত্তরঃ মানুষ খাদ্য হিসাবে মাছকে পেতে এবং মাছের উৎপাদন বাড়ানোর জন্য পুকুরে মাছ পালন করে।
প্রশ্ন ৮। কী করবে তা ভেবে বলোঃ
(ক) পাখির বাসা থেকে পাখির ছানা/ বাচ্চা পড়ে গেলে আদর করে ঘরে আনব/আবার বাসায় তুলে রাখব / পেড়ে থাকতেই দিব।
উত্তরঃ আবার বাসায় তুলে রাখব।
(খ) একটি অসহায় কুকুর ছানাকে চিৎকার করতে দেখলে তাড়িয়ে দেব/ঘরে এনে পুষব/ চিৎকার করতে থাকা অবস্থায় ছেড়ে আসব।
উত্তরঃ ঘরে এনে পুষব।
(গ) কোনো গোরু বাগানের একটি গাছ খাচ্ছে দেখলে খেতে দেব/তাড়িয়ে দেব/ বেড়া দেওয়ার ব্যবস্থা করব।
উত্তরঃ বেড়া দেওয়ার ব্যবস্থা করব।
প্রশ্ন ৯। পরিবেশ বলতে কী বোঝায় ?
উত্তরঃ পরিবেশ বলতে বোঝায় আমাদের চারিদিকে থাকা বায়ু, জল, মাটি, উদ্ভিদ ও প্রাণী সকলকে।
প্রশ্ন ১০। পোষ্য প্রাণীদের কীভাবে যত্ন নেওয়া উচিত ?
উত্তরঃ ১। পোষ্য প্রাণীদের যত্ন নিতে প্রাণীদের জন্য ঘর বানিয়ে দিতে হয়।
২। প্রাণীগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রাখতে হবে।
৩। সময়মতো আহার ও জল দিতে হবে।
৪। রোগ হলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
৫। রোগ প্রতিরোধের জন্য সময়মতো প্রতিষেধক টিকা বা ইনজেকশনের ব্যবস্থা করতে হবে।
প্রশ্ন ১১। পরিবেশ পরিষ্কার রাখে এমন কতগুলি পাখির নাম লেখো।
উত্তরঃ চিল, শকুন, কাক ইত্যাদি পাখিরা পরিবেশ পরিষ্কার রাখে।
প্রশ্ন ১২। শূন্যস্থান পূরণ করোঃ—
(ক) ঘর বাড়ি __________ জন্য অনেকে কুকুর পোষে।
উত্তরঃ পাহারার।
(খ) __________ উপদ্রব কমানোর জন্য বিড়াল পুষতে দেখা যায়।
উত্তরঃ ইঁদুরের।
(গ) পোষ্য প্রানীরা মানুষের কাছ থেকে আদর যত্ন পায় ও __________ অনুভব করে।
উত্তরঃ সুরক্ষিত।
(ঘ) প্রাণীরা একে অপরকে খাদ্য হিসাবে খেয়ে পরিবেশের __________ রক্ষা করে।
উত্তরঃ সমতা।