ভিন্ন ভিন্ন পরিবেশের উদ্ভিদ পাঠ ৮ Class IV Environment

ডেইলি বরাক
By -

ভিন্ন ভিন্ন পরিবেশের উদ্ভিদ  পাঠ -৮ । Class IV Environment question Answer Assam in bengali Medium. 

(toc)

ভিন্ন ভিন্ন পরিবেশের উদ্ভিদ  পাঠ -৮ 

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

১। উত্তর লেখোঃ

(ক) পরিবেশের পার্থক্য ঘটার তিনটি কারণ লেখো।
উত্তরঃ পরিবেশের পার্থক্য ঘটার কারণ তিনটি হল — বৃষ্টির পরিমাণ, তাপ এবং উচ্চতা।

(খ) সরল গাছ কোন্ অঞ্চলে পাওয়া যায় ?
উত্তরঃ সরল গাছ বরফাচ্ছন্ন অঞ্চলে পাওয়া যায়‌।

(গ) মরুভূমি অঞ্চলে জন্মায় এমন দুই প্রকার উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ মরুভূমি অঞ্চলে জন্মানো দুই প্রকার‌ উদ্ভিদ হল ক্যাকটাস এবং খেজুর গাছ।

(ঘ) ক্যাকটাস জাতীয় উদ্ভিদের গঠন কীরূপ ?
উত্তরঃ ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কাঁটাযুক্ত এবং স্ফীত হয়।

(ঙ) অতি শীতল অঞ্চলে জন্মায় এমন দুই প্রকার উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ অতি শীতল অঞ্চলে জন্মায় এমন দুই প্রকার উদ্ভিদ হল – ওক , দেবদারু।

(চ) অরণ্যে কী প্রকার উদ্ভিদ পাওয়া যায় ?
উত্তরঃ অরণ্য অঞ্চলে উঁচু উঁচু,  শক্ত -মোটা ও অধিক ডাল – পালা যুক্ত উদ্ভিদ পাওয়া যায়।

(ছ) পার্বত্য অঞ্চলের উদ্ভিদের গঠন কীরূপ ?
উত্তরঃ পার্বত্য অঞ্চলের উদ্ভিদ অতি উচ্চ, এদের কান্ড কোমল ও অধিক ডাল- পালা যুক্ত উদ্ভিদ পাওয়া যায়।

(জ) তৃণভূমি অঞ্চলের উদ্ভিদগুলো কেমন ?
উত্তরঃ তৃণভূমি অঞ্চলের উদ্ভিদগুলো সাধারণত ঘাস যুক্ত এবং মাঝে মাঝে উঁচু গাছ ও থাকে।

(ঋ) পার্বত্য অঞ্চলের কোন্ অংশে উদ্ভিদের সংখ্যা অধিক ?
উত্তরঃ পর্বত্য অঞ্চলের নিচু অংশে উদ্ভিদের সংখ্যা অধিক।

(ঞ) ক্যাকটাস জাতীয় উদ্ভিদরা জল কোথায় সঞ্চয় করে রাখে ?
উত্তরঃ ক্যাকটাস জাতীয় উদ্ভিদরা তাদের কান্ডে জল জমা করে রাখে।

২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ—

'ক' 'খ'
মরুভূমি অঞ্চলের উদ্ভিদগুলোর বহু এলাকা জুড়ে লম্বা ঘাস থাকে।
পার্বত্য অঞ্চলের উদ্ভিদগুলোর কান্ড স্ফীত ও কাঁটাযুক্ত।
তৃণভূমি অঞ্চলে ঘন গাছপালা পূর্ণ।
অরণ্য অঞ্চলে মস, তৃর্ণজাতীয় উদ্ভিদ ইত্যাদি জন্মায়।
মেরু অঞ্চলে পাতাগুলো সুচের চোখ মতো চোখা।

উত্তরঃ মরুভূমি অঞ্চলের উদ্ভিদগুলোর - কান্ড স্ফীত ও কাঁটাযুক্ত।

পার্বত্য অঞ্চলের উদ্ভিদগুলোর - পাতাগুলো সুচের চোখ মতো চোখা।

তৃণভূমি অঞ্চলে - বহু এলাকা জুড়ে লম্বা ঘাস থাকে।

অরণ্য অঞ্চলে- ঘন গাছপালা পূর্ণ।

মেরু অঞ্চলে - মস, তৃর্ণজাতীয় উদ্ভিদ ইত্যাদি জন্মায়।

৩। শূন্যস্থান পূর্ণ করোঃ –

(ক) জলের অভাবে মরুভূমিতে গাছপালা অতি ___________।
উত্তরঃ জলের অভাবে মরুভূমিতে গাছপালা অতি কম

(খ) ক্যাকটাসের কান্ড ___________ বলে প্রাণীরা সহজে খেতে পারে না।
উত্তরঃ ক্যাকটাসের কান্ড কাঁটাযুক্ত বলে প্রাণীরা সহজে খেতে পারে না।

(গ) পার্বত্য অঞ্চলের উদ্ভিদ গুলোর ___________ কোমল।
উত্তরঃ পার্বত্য অঞ্চলের উদ্ভিদ গুলোর কান্ড কোমল।

(ঘ) বৃষ্টিপাত, উষ্ণতা, উচ্চতা আদি ___________ পার্থক্য ঘটায়।

উত্তরঃ বৃষ্টিপাত, উষ্ণতা, উচ্চতা আদি পরিবেশের পার্থক্য ঘটায়।

(ঙ) পর্বত গুলোর উপরে ক্রমশ ___________ সংখ্যা হ্রাস পায়।
উত্তরঃ পর্বত গুলোর উপরে ক্রমশ উদ্ভিদের সংখ্যা হ্রাস পায়।

(চ) মেরু অঞ্চলে ___________ দিনে রং বেরঙের ফুল ফোটে।
উত্তরঃ মেরু অঞ্চলে গরমের দিনে রং বেরঙের ফুল ফোটে।

৪। শুদ্ধ উত্তরটিতে ‘✓’ চিহ্ন দাওঃ—

(ক) সরল গাছের কান্ড শক্ত।
উত্তরঃ শুদ্ধ।

(খ) দেবদারু মরুভূমি অঞ্চলের উদ্ভিদ ।
উত্তরঃ অশুদ্ধ।

(গ) অতি শীতল অঞ্চলে বরফ গলে তৃর্ণজাতীয় উদ্ভিদ জন্মায়।
উত্তরঃ শুদ্ধ।

(ঘ) তৃর্ণভূমি অঞ্চলের উদ্ভিদগুলো অধিক ডাল- পালাযুক্ত।
উত্তরঃ অশুদ্ধ।

(ঙ) পৃথিবীর সব জায়গায় একই রকমের উদ্ভিদ পাওয়া যায় ।
উত্তরঃ অশুদ্ধ।

৫। পর্বতের একেবারে উপরের অংশে গাছপালার সংখ্যা কম কেন ?

উত্তরঃ পর্বতের উপরের অংশে ক্রমে গাছপালার সংখ্যা কমে কারণ নিচু অঞ্চল তুলনামূলকভাবে শীতল ও বরফে আবৃত থাকে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!