পাঠ-৬
১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যার ধারণা
প্রথম শ্রেণির গণিত অসম বাংলা মাধ্যম | অসম বাংলা মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের নোটস্ | ক্লাস ১ গণিতের প্রশ্ন ও উত্তর অসম | ১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যার ধারণা | Class 1 Mathematics QnA Assam. Class 1 Mathematics Assam | Assam State Board Mathematics Question Answer | Class 1 Math Assam in Bengali
এই পাঠে শেখার দিক হলো ১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যা এবং শেখার ফলাফল গুলো হলো –
- ১০ থেকে ২০ পর্যন্ত শেখার ক্রম
- জিনিসের সাহায্যে ১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যার গণনা করা
- ১০ এর গুচ্ছ করতে পারা, দশ এবং একক সংখ্যা হিসেবে
- ২০ পর্যন্ত সংখ্যা সুর করে পড়তে জানা
- ২০ পর্যন্ত সংখ্যাগুলো তুলনা করা
- প্রদত্ত সংখ্যা একটিতে দশক এবং এককের ঘরের সংখ্যা বলতে পারা।
- ১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলো লেখা
- বেশি, কম ও সমান এই শব্দগুলো দুটি জিনিসের বা জিনিসের মধ্যে বোঝাতে হবে।
১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যার ধারণা

















লিংক