প্রজাপতি ও ফুলের কলি || দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ-৪ Class 2 Bangla Lesson 4
প্রজাপতি ও ফুলের কলি
প্রজাপতি পাখা মেলে
নাচে উড়ে উড়ে
আধফোটা কলিটিকে
দেখে ঘুরে ঘুরে
একসাথে খেলি এসো
কলিটিকে বলে,
ভালোবেসে ফুলকলি
দল মেলে দিলে
আলো দেখে ফুলকলি
ঝকমক্ করে
খুশিতে প্রজাপতির
উঠে মন ভরে।
প্রজাপতি ছাড়া আর কোন প্রাণী ফুলে বসে?
উত্তরঃ- প্রজাপতি ছাড়া মৌমাছি, পিঁপড়ে ফুলে বসে
প্রজাপতি উড়ে, পাখি উড়ে আর কী কী উড়তে পারে?
উত্তরঃ- কুমরেপোকা, মৌমাছি, মশা, মাছি ইত্যাদি উড়তে পারে।
এসো প্রজাতির ছবিটি রঙ করি
উত্তরঃ-

গন্ধযুক্ত ও গন্ধহীন ফুলের নামের তালিকা তৈরি করো
উত্তরঃ-
গন্ধযুক্ত ফুল | গন্ধহীন ফুল |
রজনীগন্ধা, শেফালি, গাঁদা, গোলাপ, টগর। | জবা, অপরাজিতা, অতসী৷ |
এসো, ছবি দেখি ও নাম জানি

উত্তরঃ- মাছি, বোলতা, পিঁপড়ে, মাকড়সা, মৌমাছি, আরশোলা, কুমরেপোকা, ছারপোকা।
একদিন দুটি ভ্রমর ফুলবাগানে প্রবেশ করল। দুজনে ফুলের মধু খেয়ে খুব খুশি হল৷ একটি ভ্রমর ফুল গাছেই ঘুমিয়ে পড়ল।
নীচের অক্ষর গুলোকে ভেঙে লিখো
উত্তরঃ- ম্র = ম + র
র্ব = র + ব
ল্য = ল + য
র্জ = র + জ
ণ্য = ণ + য
র্শ = র + শ
দ্র = দ + র
ঘ্র = ঘ + র
ক্য = ক + য
গ্র = গ + র
ত্য = ত + য
শেষ অক্ষরের সাথে মিল রেখে নতুন শব্দ লেখো
উত্তরঃ- উড়ি = ঘুড়ি, মুড়ি, পড়ি, ঘড়ি ৷
আঁকা = বাঁকা, কাকা, চাকা, টাকা ।
কলি = বলি, চলি, লিলি, অলি
ফুল = স্কুল, মূল, চুল, কুল৷
বাক্স থেকে যুক্তাক্ষর এনে খালি জায়গায় লেখো।

উত্তরঃ- পর্যন্ত
তত্য
সদ্য
পণ্য
সূর্য
অরণ্য
গ্রহ
ভদ্র
আশ্রয়
নম্র
বাক্স থেকে সমার্থক শব্দ এনে খালি জায়গায় লেখো
উত্তরঃ- কাজ = কার্য
বছর = বর্ষ
আকাল = দুর্ভিক্ষ
সাপ = সর্প
ভোমরা = ভ্রমর
সোনা = স্বর্ণ
সকল = সর্ব
‘র’ সরিয়ে রেফ যোগ করে নীচের শব্দগুলো নতুনরূপে লেখো।
উত্তরঃ- হরষ = হর্ষ
বরষ = বর্ষ
গরজন = গর্জন
করম = কর্ম
ধরম = ধর্ম
দুরদিন = দুর্দিন
পরবত = পর্বত
বাক্সে ‘র’ -এর স্থানে (্র) র ফলা বসিয়ে শব্দগুলো পড়ো ও লেখো
উত্তরঃ- প + র + ণা + ম = প্রণাম
হ + র + দ = হ্রদ
প + ত + র = পত্র
ন + ম + র = নম্র
ভ + দ + র = ভদ্র
গ + র + হ = গ্রহ
শ + র + ম = শ্রম
নীচে গাছের ছবিটিতে কী কী দেখছ নাম লেখো
উত্তরঃ- বক, ফুল, লতা জাতীয় গাছ, লতা জাতীয় গাছের ফুল, পাখির বাসা, পাখির ছানা, ভোমরা ইত্যাদি।
এসো অঙ্গভঙ্গি করে গাই
মধু খোঁজে প্রজাপতি
গাছে গাছে বসে
রঙিন পাখনা তার
দোলে বাতাসে ।
মধু খেয়ে প্রজাপতি
মেলে দেয় পাখা
দেখে যেন মনে হয়
রামধনু আঁকা৷
বাক্য রচনা করো
উত্তরঃ- প্রজাপতি = প্রজাতির পাখা রঙিন।
পাখা = প্রজাতির পাখা রঙিন৷
মধু = মধু খোঁজে প্রজাপতি ফুলে ফুলে আসে।
মৌমাছি = মৌমাছি মৌপালকের বন্ধু।
বাগান = আমাদের বিদ্যালয়ে ফুলের বাগান আছে।
এসো, বৃত্তের ভেতরের ‘প্র’ বর্ণটি নিয়ে শব্দ গঠন করে লিখি৷
উত্তরঃ-

এসো, ‘প’ বর্ণ দিয়ে শব্দ গঠন করি
উত্তরঃ-

প্রজাপতি দিয়ে পাঁচটি বাক্য লিখো
উত্তরঃ- প্রজাতির পাখা রঙিন ।
প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়৷
প্রজাপতি বিভিন্ন রঙের হয়।
প্রজাপতি মধু খেতে ফুলে ফুলে আসে৷
Class 2 Bangla Lesson 4
আরোও পড়ুন –