Class 3 EVS Assam Lesson 9

Class 3 EVS Assam Lesson 9 | মন্টুর চাষবাস

পাঠ-৯

মন্টুর চাষবাস

Class 3 EVS Assam Lesson 9 . Environment Studies Assam . Class 3 EVS Chapter 9 Assam.

১। উত্তর লেখো

(ক) মণ্টুরবাবা কী ধরনের আলুবীজ হিসার
ব্যবহার করেছিলেন?
উত্তর:- মণ্টুর বাবা যে আলু গুলো থেকে সাদা অংকুর বেরিয়েছে সেই আলু গুলোকে বীজ হিসাবে ব্যবহার করেছিলেন।

(খ) দশদিন পর মণ্টু খেতে গিয়ে কী দেখেছিল?
উত্তর:- দশদিন পর মণ্টু খেতে গিয়ে দেখেছিল যে খুব সুন্দর করে প্রত্যেক আলু থেকে চারাগাছ বেরিয়েছে। সাথে সাথে প্রত্যেকটি গাছে দুই-তিনটে করে পাতা বের হয়েছে।

(গ) তিন মাস পর মণ্টু আলুখেত দেখে কেন মনে দুঃখ পেয়েছিলো?
উত্তর:- তিন মাস পর মণ্টু আলুখেতে সবগুলো আলুগাছের পাতা শুকিয়ে পরে গিয়েছে যা দেখে মণ্টুর মনে খুব দু:খ পেয়েছিল।

(ঘ) চাষ আরম্ভ করা থেকে আলু পুষ্ট হতে কতদিন সময় লেগেছিল?
উত্তর:- চাষ আরম্ভ করা থেকে আলু পুষ্ট হতে তিন মাস সময় লেগেছিল।

(ঙ) আলু পুষ্ট হলে গাছের কী অবস্থা হয়?
উত্তর:- আলু পুষ্ট হলে আলুগাছের  পাতা শুকিয়ে পরে যায়।

২। কয়েকটি শস্যের নাম লেখো।
উত্তর:- কয়েকটি শস্যের নাম হলো ধান, গম, সরিষা, শাক-সবজী, ফল-মূল ইত্যাদি।

৩। তোমাদের অঞ্চলে বর্ষায় আর শীতে বিশেষ ভাবে কী কী চাষ হয়?
উত্তর:- আমাদের অঞ্চলে বর্ষাকালে ঝিঁঙে, ঢ্যাঁড়স, কাঁকরোল, শঁসা, পটল ইত্যাদি।
আমাদের অঞ্চলে শীতকালে কপি, মূলা, পেঁয়াজ, আলু, পালংশাক ইত্যাদি।

৪। শুদ্ধ উত্তরে √  চিহ্ন দাও-

(ক) আলুচাষের জন্য বালিমাটি অতি উত্তম।
উত্তর:- √

(খ) আউশ, শাইল, বোরো প্রভৃতি ডাল জাতীয় শস্য।
উত্তর:- ×

(গ) আলু পুষ্ট হলে গাছের পাতা শুকিয়ে যায়।
উত্তর:- √

(ঘ) গম থেকে ভাত হয়।
উত্তর:- ×

(ঙ) ধান, ডাল জাতীয় শস্য, সরষে, ইত্যাদির চাষ একই সময়ে হয়।
উত্তর:- ×

৫। শূন্যস্থান পূর্ণ করো

(ক) মণ্টুর বাবা _______ মাসে আলু চাষ করেছিলেন।
উত্তর:- তিন

(খ) অঙ্কুর রের হওয়া আলুগুলো ________ হিসারে ব্যবহার করে মাটিতে বপন করে আলু
চাষ করা হয়।
উত্তর:- বীজ

(গ) চাষবাস করে বহু মানুষ ________ নির্বাহ করে।
উত্তর:-  জীবিকা

(ঘ) তিল, সরষে, সূর্যমুখী ফুল ইত্যাদি _______ জাতীয় শস্য।
উত্তর:- তেল

(ঙ) কৃষি থেকে অধিক উৎপাদন পাবার জন্য খেতে _________ প্রয়োগ করা হয়।
উত্তর:- রাসায়নিক সারের

৬। নীচে দেওয়া খাদ্যশস্য থেকে আমরা কী কী খাদ্যবস্তু পাই লেখো –
আঁখ, ধান, গম, সরষে, সূর্যমুখী ফুল।

উত্তর:-  আঁখ – চিনি, গুড় ইত্যাদি।

ধান – চাল, চিড়া, মুড়ি ইত্যাদি।

গম- আটা, ময়দা, সুজি ইত্যাদি।

সরষে- তেল, শাক ইত্যাদি।

সূর্যমুখী ফুল – তেল, ফুল ইত্যাদি।

৭। পচন সার কীভাবে প্রস্তুত করা হয় ?
উত্তর:-ঘর-বিদ্যালয়ের আবর্জনাগুলো যেখানে সেখানে না ফেলে গর্ত করে ফেলা উচিত। এর ফলে চারিদিক পরিষ্কার থাকে এবং কিছুদিন পর এগুলো পঁচে পচন সার তৈরী হয়। শস্যখেতে রাসায়নিক সারের পরিবর্তে পচন সার ব্যবহার করে মাটি, জল ও বায়ু প্রদূষণ অনেকটা রোধ করা যায়।

Class 3 EVS Assam Lesson 9

Class 3 EVS Assam Lesson 9

৩য় শ্রেণির পরিবেশ Class 3 EVS

*****

error: Content is protected !!