Class 3 EVS Lesson 7

Class 3 EVS Lesson 7 Assam | পাঠ-৭ আমাদের উৎসব

পাঠ-৭

আমাদের উৎসব

Assam SCERT Board All Notes in Bengali Medium. Assam Goverment School notes. Class 3 EVS Lesson 7 . পাঠ-৭ আমাদের উৎসব

১) উত্তর লেখো –

(ক) তোমরা কী কী উৎসব পালন কর ?
উত্তর:- আমরা বিহু, দুর্গাপূজা, ঈদ, বড়দিন, স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, শিক্ষক দিবস ইত্যাদি  উৎসব পালন করে থাকি।

(খ) তোমরা যেসব উৎসব পালন করো
সেগুলোতে কী কী জিনিস নিয়ে যাও ও কী কী খাও ?
উত্তর:- (নিজে লিখো) 

(গ) এই উৎসব গুলোতে যোগদান করে মনের আনন্দ হওয়া ছাড়া আর কী লাভ হয় ?
উত্তর:- উৎসবে যোগদান করে মমনের আনন্দ ছাড়া সমাজের মানুষের মধ্যে পারস্পরিক মেলামেশা ভাব, প্রেম-প্রীতির ভাব, ও একতার ভাব বৃদ্ধি পায়।

(ঘ) মুসলমানদের পবিত্র উৎসব গুলো কী কী ?
উত্তর:- মুসলমানদের পবিত্র উৎসব গুলো হলো ঈদ, মহরম, ফাতেহা-ই-দোয়াজ-দহম ইত্যাদি।

(ঙ) খ্রিষ্টানদের প্রধান উৎসবটির নামকী –
উত্তর:- খ্রিস্টানদের প্রধান উৎসবটির নাম  বড়দিন।

২) দুটো করে উৎসবের নাম লেখো- ঘরোয়াভারে, সার্বজনীনভাবে ও রাষ্ট্রীয়ভাবে পালনীয়।
উত্তর:-ঘরোয়াভাবে পালনীয় উৎসব- লক্ষীপূজা, জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি

সার্বজনীনভাবে পালনীয় উৎসব –  বিহু, দুর্গাপূজা, ঈদ, আলি-আই-লিংগা, মহরম, কালীপূজো ইত্যাদি।

রাষ্ট্রীয়ভাবে পালনীয় উৎসব – স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, শিক্ষক দিবস ইত্যাদি।

৩) ধর্মের সঙ্গে জড়িত দুটো উৎসবের নাম লেখো।
উত্তর:-ধর্মের সঙ্গে জড়িত দুটো উৎসবের নাম হলো – দুর্গাপূজা ও বড়দিন।

৪) কৃষির সাথে জড়িত দুটো উৎসরের নাম লেখো।
উত্তর:-কৃষির সাথে জড়িত দুটো উৎসবের নাম হলো- বিহু ও করম পূজা।

৫) বিদ্যালয়ে পালন করা উৎসবগুলোর নাম লেখো।
উত্তর:-বিদ্যালয়ে পালন করা উৎসবগুলোর নাম হলো- স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, গণতন্ত্র দিবস ইত্যাদি।

৬) তুমি ভালোবাসো এমন একটি উৎসব সম্পর্কে লেখো।
উত্তর:-আমার সবচেয়ে প্রিয় উৎসবটির নাম হলো- বিহু। বিহু অসমের জাতীয় উৎসব। বিহু উৎসবটি সাধারণত কৃষিভিত্তিক উৎসব। অসম একটি কৃষি প্রধান রাজ্য। অসমের কৃষকরা কৃষিচাষ ভালো হওয়ার জন্য সাধারণত বিহু উৎসবটি পালন করা হয়। বিহুর দিন সকল কৃষকরা মিলে কৃষিভূমি এবং কৃষির সাথে জড়িত সকল সামগ্রীর পূজা করা হয়।  অসমের বিহু তিনটি। বহাগ বা রঙালি বিহু, কাতি বা কঙালি বিহু ও মাঘ বা ভোগালি বিহু। বহাগ বিহুটি চৈত্র মাসের সংক্রান্তির দিন, কাতি বিহুটি আশ্বিন মাসের সংক্রান্তির দিন ও মাঘ বিহু পৌষ মাসের সংক্রান্তির দিন পালন করা হয়।

*****

Class 3 EVS Lesson 7

error: Content is protected !!