পাঠ-৮
আমাদের সংস্থা ও প্রতিষ্ঠান
Assam Goverment school all notes . Class 3 Evs lesson 8 in bengali assam. Assam SCERT Board all notes .
অনুশীলনী
১) উত্তর লেখো-
(ক) ডাকঘরের চিঠিপত্র যিনি বিলি করেন তাঁকে কী বলে ?
উত্তর :- ডাকঘরে চিঠিপত্র যিনি বিলি করেন তাঁকে ডাকহরকরা বা পোস্টম্যান বলে।
(খ) রোগীদের কোথায় চিকিৎসা করা হয়?
উত্তর :- রোগীদের চিকিৎসালয়ে চিকিৎসা করা হয়।
(গ) চিকিৎসালয়ে রোগীকে চিকিৎসা ও সেবা করার জন্য কে কে থাকে ?
উত্তর :- চিকিৎলয়ে রোগীদের চিকিৎসা ও সেবা করার জন্য চিকিৎসক ও নার্স থাকেন।
(ঘ) ডাকঘরে যেসব আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেগুলোর নাম লেখো।
উত্তর :- ডাকঘরে যেসব আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেগুলোর নাম টেলিফোন ও টেলিগ্রাম ইত্যাদি।
২। শূন্যস্থান পূর্ণ করো –
(ক) ________মাধ্যমে চিঠিপত্র আদানপ্রদান হয়।
উত্তর :- ডাকঘরের
(খ) পশু-পাখির চিকিৎসার জন্য _______ আছে।
উত্তর :- পশুচিকিৎসালয়
(গ) _________ র মানুষ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
উত্তর :- থানা
(ঘ) __________ থেকে বই এনে পড়া ভালো অভ্যাস।
উত্তর :- গ্রন্থাগার
(ঙ) ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় কাজকর্ম __________ এবং উৎসব পালন করা হয়।
উত্তর :- সার্বজনীন
৩। নীচের বাক্যগুলো ভালোভাবে পড়ো। তোমার বিদ্যালয়ের সঙ্গে যে বাক্যগুলো মেলে তাতে √ চিহ্ন দাও –
(ক) বিদ্যালয়ে নোংরা জিনিস, ছেঁড়া কাগজ ইত্যাদি জমা করার জন্য নির্দিষ্ট জায়গা আছে/নেই।
উত্তর :- আছে ৷
(খ) আমাদের বিদ্যালয়ে শৌচাগার আছে/নেই।
উত্তর :- আছে ৷
(গ) পানীয় জলের সুব্যবস্থা আছে/নেই।
উত্তর :- আছে ৷
(ঘ) বিদ্যালয় গৃহটি স্যাতর্সেতে/ শুষ্ক।
উত্তর :- শুষ্ক।
(ঙ) জল নিষ্কাশনের জন্য নর্দমার ব্যবস্থা আছে / নেই।
উত্তর :- আছে ৷
৪। নীচের কাজগুলো কোন্ সংস্থা/প্রতিষ্ঠানের দ্বারা হয় লেখো –
(ক) চিঠিপত্র আদান-প্রদান করা।
উত্তর :- ডাকঘর
(খ) পুস্তক, সাময়িকী ইত্যাদি পড়ার স্থান৷
উত্তর :- গ্রন্থাগার।
(গ) আইনশৃঙ্খলা রক্ষার প্রতিষ্ঠান
উত্তর :- থানা।
(ঘ) সমবেত নামাজ পড়ার স্থান।
উত্তর :- মজসিদ।
৫। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মিলিয়ে লেখো
উত্তর :-

Class 3 Evs lesson 8
*****