Environmental MCQ

Environmental MCQ | GK Quiz | পরিবেশের কুইজ

EVS Environmental MCQ, GK Assam, EVS Quiz Assam, Quiz Question Answer,  Quiz QnA Assam Quiz Book, কুইজ আসাম, পরিবেশের কুইজ

পরিবেশের কুইজ পর্ব -৫

১। বুদ্ধ পূর্ণিমা কোন্ ব্যক্তির সঙ্গে জড়িত-

বুদ্ধদেব
যিশুখ্রিষ্ট
গুরু নানক
পয়গম্বর হজরত মুহম্মদ

উত্তরঃ- বুদ্ধদেব

২। বড়দিন কোন্ ব্যক্তির সঙ্গে জড়িত-

বুদ্ধদেব
যিশুখ্রিষ্ট
গুরু নানক
পয়গম্বর হজরত মুহম্মদ

উত্তরঃ-যিশুখ্রিষ্ট

৩। নিচের কোনটি কৃষির সঙ্গে জড়িত উৎসব?

বৈশাক বিহু, কার্তিক বিহু,  মাঘ বিহু, 
আলি-আই-লৃগাং, বাইখু, ভঠেলি
করম পূজা, টুসু,  বাঁশ পূজা, বাইখু, সুয়েরি
উপরের সবই

উত্তরঃ- উপরের সবই

৪। ডাকঘরের চিঠিপত্র যিনি বিলি করেন তাঁকে কী বলে?

পুলিশ
পোস্টম্যান
ডাক্তার
মাঝি

উত্তরঃ- পোস্টম্যান

৫। অসমের প্রধান শস্য গুলো –

ধান, ডাল
তেল, মশলা,
উপরের সবই 

উত্তরঃ- উপরের সবই 

৬। নিচের কোনটি ধান প্রধান জাতীয় শস্য নয়?

আউশ
শাইল
মাষকলাই
বোরো

উত্তরঃ- মাষকলাই

৭। নীচের কোনটি প্রধান ডাল জাতীয় শস্য-

মাষকলাই
মুগ, অড়হর
মশুর, মটর
উপরের সব

উত্তরঃ- উপরের সব

৮। নীচের কোনটি প্রধান তেল জাতীয় শস্য-

তিল
সরষে
তিসি, সূর্যমুখী ফুল
উপরের সব

উত্তরঃ- উপরের সব

৯। নীচের কোনটি প্রধান মশলা জাতীয় শস্য-

আদা, হলুদ
গোলমরিচ
জিরা, ধনিয়া
উপরের সবই

উত্তরঃ- উপরের সবই

১০। সাধারণ বর্ষাকালে যেসব চাষ করা হয় সেগুলো হচ্ছে-

পটল
শশা, ঝিঙে
ঢ্যাঁড়স,  কাঁকরোল ইত্যাদি
উপরের সবই

উত্তরঃ-উপরের সবই

১২। শীতকালে যেসব চাষ করা হয় সেগুলো হচ্ছে-

কপি, মুলা
আলু, পেঁয়াজ
রসুন, ধনিয়া ইত্যাদি 
উপরের সবই

উত্তরঃ- উপরের সবই

১৩। আলু পুষ্ট হলে আলু গাছের পাতা কি হয়?

পঁচে যায়
শুকিয়ে যায়
পড়ে যায়
উপরের একটিও নয়

উত্তরঃ- শুকিয়ে যায়

১৪। আউশ, শাইল, বোরো প্রভৃতি ________ জাতীয় শস্য

তেল জাতীয়
মশলা জাতীয়
ধান জাতীয়
ডাল জাতীয়

উত্তরঃ- ধান জাতীয়

১৫। রোগীকে চিকিৎসালয়ে নিতে কি ব্যবহৃত হয়?

অ্যাম্বুল্যান্স
অগ্নি নির্বাপক গাড়ি
পানীয় জল সরবরাহ করা গাড়ি
ডাক ঘরের লাল রঙের গাড়ি

উত্তরঃ- অ্যাম্বুল্যান্স

১৬। আগুন নেভানোর জন্য নীচের কোন্ গাড়ি সাহায্য করে ?

পানীয় জল সরবরাহ করা গাড়ি
ডাক ঘরের লাল রঙের গাড়ি
অ্যাম্বুল্যান্স
অগ্নি নির্বাপক গাড়ি

উত্তরঃ- অগ্নি নির্বাপক গাড়ি

১৭। উড়োজাহাজ কোথায় ওড়ে?

আকাশে
মাটিতে
জলে
উপরের কোনটিও নয়

উত্তরঃ- আকাশে

১৮।  নিচের কোনটি জলে চলে-

উড়োজাহাজ
মালগাড়ি
নৌকা-জাহাজ
উপরের কোনটিও নয়

উত্তরঃ- নৌকা-জাহাজ

১৯।  অসমের ________ এবং _______ পাট ও মুগা কাপড়ের জন্য বিখ্যাত৷  

শুয়ালকুচি ও ঢকুয়াখানা
রঙিয়া ও সর্থেবাড়ি
জালুকবাড়ি ও জাগিরোড
চিপাঝার ও ঢেকিয়াজুলি

উত্তরঃ- শুয়ালকুচি ও ঢকুয়াখানা

২০।  অসমের ___________ জেলা বাঁশ-বেতের বিভিন্ন জিনিস ও জাপির জন্য বিখ্যাত ।

কার্বিআংলং
ধেমাজি
নলবাড়ি
ডিমা হাসাও

উত্তরঃ- নলবাড়ি

২১। _________ ও _________ জেলা পাটি ও বেতের জিনিস উৎপাদনের জন্য বিখ্যাত।

হাইলাকান্দি ও করিমগঞ্জ
হোজাই ও কাছাড়
কাছাড় ও করিমগঞ্জ 
ডিমা হাসাও ও কার্বিআংলং

উত্তরঃ- কাছাড় ও করিমগঞ্জ

২২। একটি মাছ ধরার সরঞ্জাম –

গগনা
জাল
তাঁত
ফুলদানি

উত্তরঃ- জাল

২৩। নিচের কোনটি ঘর সাজানোর জিনিস?

তাঁত
ফুলদানি
গগনা
জাল

উত্তরঃ- ফুলদানি

২৪। নিচের কোনটি বাদ্যযন্ত্র?

ফুলদানি
গগনা
তাঁত
জাল

উত্তরঃ- গগনা

২৫। নিচের কোনটি কাপড় বোনার সরঞ্জাম?

জাল
গগনা
ফুলদানি
তাঁত

উত্তরঃ- তাঁত

*****

Environmental MCQ

Read More

error: Content is protected !!