Flowers Name

Flowers Name in Bengali ফুলের নাম

Flowers Name, names of flowers, types of flowers, different types of flowers, list of flowers, রাত্রে ফুটা ফুল, দিনে ফুটা ফুল, গন্ধযুক্ত ফুল, গন্ধহীনফুল ।

ফুলগুলো বাগানেতে হেলেদুলে নাচে,
গোলাপ,টগর, জুঁই কত ফুল আছে।
পদ্ম,করবী, জবা, মালতী, বকুল
শেফালি, হাসনুহানা, কত কী যে ফুল।

আমাদের পরিরশে বিভিন্ন রঙের ও ভিন্ন ভিন্ন গন্ধযুক্ত বা গন্ধহীন ফুল ফোটে ৷ গোলাপ, টগর, রজনীগন্ধা, গাঁদা ইত্যাদি গন্ধযুক্ত ফুল অন্যদিকে জবা, অপরাজিতা, অতসী ইত্যাদি গন্ধহীন ফুল ৷ ফুল আমরা সবাই ভালোবাসি।
আমাদের মতো প্রজাপতি, ভোমরা, মৌমাছি ও মধুপানকারী পাখিগুলোও ফুল খুব ভালোবাসে। এরা ফুলে ফুলে বসে ফুলের মধু পান করে।

মৌমাছি ফুলের মধু আহরণ করে মৌচাক তৈরি করে।

বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফুল ফোটে। ডালিয়া, গাঁদা ইত্যাদি শীতকালীন এবং কপৌ, নাগেশ্বর, টগর ইত্যাদি বসন্তকালীন ফুল। অন্য কিছুসংখ্যক ফুল সকল সময়ে বা সমস্ত বৎসর ব্যাপী ফোটে ৷ কিছু সংখ্যক ফুল আবার রাত্রিকালে ফোটে। শেফালি, হাসনাহানা, রজনীগন্ধা ইত্যাদি রাত্রিকালীন ফুল।

কিছুসংখ্যক ফুল জলে ফুটে, যেমন – পদ্ম, শাপলা ইত্যাদি।

পদ্মফুল আমাদের দেশের রাষ্ট্রীয় ফুল।

ফুলের ব্যবহার সম্পর্কে কিছু জানি,

বিভিন্ন রঙের ফুলগুলো দেখলে আমাদের চোখ, মন জুড়িয়ে যায় তাই না? ফুল যে-কোনো স্থানকে অতি মনোরম করে এবং ফুল আমাদের অনেক কাজে লাগে কিছু সংখ্যক ফুল আমরা খাদ্য হিসাবে খাই।

এ ছাড়া ফুল থেকে ওযধ, তেল, রং, প্রসাধন-সামগ্রী, সুগন্ধি দ্রব্য ইত্যাদি প্রস্তুত করা হয়। বিভিন্ন উৎসব-পার্বণে ফুল ব্যবহৃত হয়। ফুল দিয়ে বিভিন্ন প্রকার মালা গাঁথা হয় ও পুষ্পসজ্জা তৈরি হয়।

ফুল থেকে আমরা কিভাবে উপকৃত হই –

  • সুগন্ধি দ্রব্য তৈরি হয়।
  • খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
  • বনৌষধ হিসাবে ব্যবহার করা হয়।
  • উৎসব-পার্বণে ফুল ব্যবহৃত হয়৷
  • প্রসাধন-সামগ্রী প্রস্তুত হয়৷
  • তেল প্রস্তুত হয়৷

বর্তমানে ফুলের বাজারে অতি চাহিদাপূর্ণ কিছু ফুল হল গাঁদা, ডালিয়া ও গোলাপ৷ ফুলের চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। কিছু সংখ্যক লোক ফুলের চায করে জীবিকা নির্বাহ করে। আমরা সকলে ফুল বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যবহার করি। সেজন্য আমাদের সকলের ফুলগাছের যত্ন নেওয়া উচিত। অকারণে ফুল ছেঁড়া উচিত নয়।

Also Read – কোন্ পাখি কীভাবে বাসা তৈরি করে

Flowers Name

error: Content is protected !!