The Phrase and the Clause

The Phrase and the Clause | Phrase/Clause কাহাকে বলে ?

The Phrase and the Clause. SEBA NCERT CBSE Board English Grammar . Assam SCERT Board. Phrase/Clause কাহাকে বলে ? উদাহরণ সহ ব্যাখ্যা

Phrase

I do not know how to do it. He is a man of position. The man sat on the wall.

উপরের ‘how to do it’, ‘of position’, ‘on the wall’- প্রত্যেকটিই এক একটি শব্দ সমষ্টি (group of words)। কিন্ত এই শব্দ সমূহের অর্থ দ্বারা  Sentence -এর প্রকৃত অর্থ প্রকাশ পায় নাই। আবার ইহাদের মধ্যে Finite verb (সমাপিকা ক্রিয়া) বা Subject (কর্তা) নাই। এই ধরনের শব্দ সমষ্টিকে Phrase বলে। 

A phrase is a group of words which makes a sense, but not a complete sense.

Note: Phrase দুই না ততোধিক word- এর  সমষ্টি।  ইহা অর্থ প্রকাশ করিলেও সম্পূর্ণ কোনো ভাব প্রকাশ করিতে পারে না। এইগুলিতে কোন Subject বা Finite verb থাকে না।

Clause

This is the boy who came here yesterday.

উপরের Sentence টি ভালো করিয়া পড়িলে দেখিবে যে ইহার দুইটি অংশ আছে৷ This is the boy এবং who came here yesterday.

প্রথম অংশে  Subject ‘This’ এবং Finite verb ‘is’ ; দ্বিতীয় অংশে  Subject ‘who’ এবং Finite verb ‘came’ অর্থাৎ ইহাদা প্রত্যেকেই এক একটি Sentence.  দুই বাক্য মিলিয়া  ‘This is the boy who came here yesterday’ এই Sentence -টি গঠিত হইয়াছে৷ এইভাবে দুই বা ততোধিক Sentence  মিলিয়া যদি বড় Sentence গঠিত হয় তাহা হইলে ছোট Sentence – গুলির প্রত্যেকটিকে Clause বলা হয়৷

A Clause is a group of words which has a subject and a finite verb of its own but which forms the part of a longer sentence.

সহজ কথায় বড় sentence -এর অংশ হিসাবে ব্যবহৃত হওয়া ছোট Sentence -গুলির নামই Clause.

Phrase এবং Clause -এর প্রভেদ

(i) Phrase এবং  Clause উভয়েই Sentence -এর অংশ।

(ii) Phrase এর Subject বা Finite verb থাকে না ; কিন্তু Clause এর Subject এবং Finite verb দুইটিই থাকে৷

(iii) Phrase কে একটা Part of Speech হিসাবে গণ্য করা হয়; কিন্তু Clause কে বড়ো Sentence এর অন্তর্গত ছোট Sentence বলিয়া ধরা হয়৷

নীচের Sentence দুইটি ভালো করিয়া লক্ষ্য কর:

(a) He has a chain of gold
(b) He has a chain which is made of gold.

প্রথম Sentence এর ‘of gold’ একটা Phrase।  এখানে Subject বা Finite verb নাই।  ইহা Adjective হিসাবে ব্যবহৃত হইয়াছে এবং ‘chain’  noun -কে qualify করিতেছে৷ 

দ্বিতীয় Sentence -এ ‘He has a chain’ এবং ‘which is made of gold’ এই দুইটি ছোট Sentence আছে৷  ইহার প্রথমটার Subject ‘He’ এবং Finite verb ‘has’ আর দ্বিতীয়টির Subject  ‘which’ এবং Finite verb ‘is’।  এই ছোট Sentence দুইটির প্রত্যেকেই এক একটি Clause.

English Grammar.

error: Content is protected !!