দেশভক্তিমূলক কবিতা- সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তী হমারা, অসম আমার রূপহী, সকল দেশের সেরা, ও আমার দেশের মাটি, সার্থক জনম আমার Patriotic Poem in Bengali . Patriotic Poem in Hindi.
সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তী হমারা
সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তী হমারা।
হম বুলবুলে হ্যায় ইসকি ইয়ে গুলিস্তী হমারা।
পর্বত ও সবসে উচা, হম সায়া আসমী কা,
ও সন্ত্রী হমারা ও পাসয়ী হমারা।
গোদি মে খেলতি হ্যায় জিসকি হজারো নদিয়াঁ,
গুলশন হ্যায় জিসকে দম সে, রশকে জিনা হমারা।।
হিন্দি হ্যায় হম, হিন্দি হ্যায় হম, হিন্দি হ্যায় হম,
বতন হ্যায় হিন্দুস্তী হমারা।।
-মহম্মদ ইকবাল
কবি, গীতিকার ও সুরকার ড’ ভূপেন হাজরিকা ‘অসম আমার রূপহী’ কবিতায় একইভাবে আমাদের অসম মাতার গুণগান করে গেছেন।
অসম আমার রূপহী
অসম আমার রূপহী, গুণরো নাই শেষ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ ।
গোটেই
জীবন বিচারিলেও
অলেখ দিবস রাতি
অসম দেশর দরে নেপাওঁ
ইমান রসাল
মাটি।
চির বিনন্দীয়া তোমার সেউজ পরিবেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
ব’হাগতে
আমারে আই
মহুরা হৈ ঘূরে
মাঘত সোণর হাতেরে
লখিমী আদরে।
শরৎ নিশাই তরারে সজায় আইরে কেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
পাহার
ভৈয়াম একে করা রামধেনুরেই দরে
তোমার ভাষার মরমবোরে মিলন সেতু গঢ়ে
লৌহিত্যরে
বহল পারক প্রণিপাত করোঁ,
জন্ম ললোঁ ইয়াতেই, ইয়াতে যেন মরো
পাম ক’ত
এনে মধুর রূপর সমাবেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
– ড’ ভূপেন হাজরিকা
সকল দেশের সেরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমনধারা!
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালাে মেঘে!
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে;
এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্ৰ আকাশতলে মিশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে-
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;
এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!
-ও মা তােমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি
এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।
– দ্বিজেন্দ্রলাল রায়
ও আমার দেশের মাটি
ও আমার দেশের মাটি, তোমার’ পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।।
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা।।
তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘ পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা।।
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-
তবু জানিনে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।।
– রবীন্দ্রনাথ ঠাকুর
সার্থক জনম আমার
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে।।
জানিনে তোর ধন-রতন, আছে কিনা রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ।।
কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন গগনে ওঠেরে টাদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ।।
– রবীন্দ্রনাথ ঠাকুর
Patriotic Poem in Bengali
আরোও পড়ুন: ছোটদের ২০টি মজার বাংলা ছড়া