নীল পাহাড়ের দেশে : বাংলা কবিতা
নীল পাহাড়ের দেশে
নীল পাহাড়ের দেশে নাকি রাজকন্যে থাকে
রাক্ষসী আর খোক্কশেরা পাহারা দেয়
তাকে।
এসব কথা গল্পে শুনি ঠাকুরমায়ের কাছে
জানি নে ছাই সাগর পারে সে দেশ কি আর
আছে?
পদ্মফোটা গোল দিথি আর শ্বেত পাথরের বাড়ি
পান্না হীরের চুমকি বসা রাজকন্যের
শাড়ি।
বক-সাদা রঙ, মেঘ-কালো চুল, আলতা রাঙা ঠোঁটে
হাসলে নাকি মুক্তো ছড়ায়,
কাঁদলে গোলাপ ফোটে
একলা থাকা রাজকন্যের দুঃখ মনে ভারি
সাতটি সাগর পেরিয়ে সেথায়, যেতে কি আর
পারি?
থাবায় যাদের নখ রয়েছে, বিষ রয়েছে দাঁতে
লড়াই করে পারবো কি সেই দৈত্য
দানোর সাথে?
তার চে’ বরং দাদার মতো একটু বড়ো হলে
ঢাল তলোয়ার সঙ্গে নিয়ে একাই যাবো
চলে।
রঙিন মেঘের ভেলায় চেপে পোঁছে যাবো শেষে
স্বপে আঁকা রাজকন্যের নীল পাহাড়ের
দেশে ।
কবি – অরূপ মণ্ডল
আরোও পড়ুন
`চরণে প্রণাম` বাংলা কবিতা – Bangla Poem