যদি হয়
কুমড়ো যদি ধুমড়ো দেহে জ্যান্ত হয়ে নড়ে,
ঝুড়ির থেকে লাফিয়ে উঠে আমার
ঘাড়ে পড়ে।
শশা যদি মশাল জ্বেলে ডাকৃত হয়ে ওঠে,
মায়ের গায়ের গয়না
নিয়ে পুকুরপাড়ে ছোটে।
বেগুন যদি আগুন পোয়ায় উনুন-ধারে বসে,
তেল
নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে।
লংকা যদি ডঙ্কা বাজায় করতালটি পেটে,
ল্যাজ
করে তার বোঁটাটিকে এগিয়ে আসে হেঁটে।
খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয় !
এমন
সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়।
কবি – বিমল ঘোষ
আরোও পড়ুন
বাংলা কবিতা – প্রভাতি