বিড়াল ও ইঁদুর, বাংলা কবিতা, Bengali Poem
বিড়াল ও ইঁদুর
বিড়াল- ইঁদুর ভায়া, ইঁদুর ভায়া, ঘরে আছ হে?
ইঁদুর – রাত্তিরেতে ডাকাডাকি করছ তুমি কে?
বিড়াল – ভালোবাসার বন্ধু আমি তোমার আপন জন,
প্রাণের টানে শুধু আমার হেথায় আগমন।
ইঁদুর – ও হো হো, বন্ধু বটে! সামনে আছিস কে?
ঘাড় ভাঙতে যম এসেছে দরজা এঁটে দে!
বিড়াল – ছি-ছি-ছি! ছি-ছি-ছি! এই কি উচিত কাজ?
অপমানের বোঝা লয়ে ফিরব আমি আজ!
ইঁদুর – আর কেন রে জ্বালাস মিছে, যা না যেথা খুশি,
তোর চালাকি বুঝতে বাকি নাই রে দুষ্ট পুষি!
মুখটি রে তোর সুধা ঢালে, মনটি বিষের জালা,
বাঁচতে যদি সাধ থাকে তো প্রাণটি নিয়ে পালা।
কবি – যোগীন্দ্রনাথ সরকার
আরোও পড়ুন
বাংলা কবিতা – পেটুক দাসের স্বপ্ন