পরশমনি : Bengali Poem বাংলা কবিতা

ডেইলি বরাক
By -



পরশমনি

আগুনের পরশ-মণি ছেঁয়াও প্রাণে,

এ জীবন পুণ্য করো দহন-দানে।

আমার এই দেহখানি তুলে ধরো,

তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-

নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে।

আগুনের পরশ-মনি ছোঁয়াও প্রাণে।।

আঁধারের গায়ে গায়ে পরশ তব

সারা রাত ফোটাক তারা নব নব।

নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,

যেখানে পড়বে সেথায় দেখবে আলো।।

ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে।

আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে

                                 কবি- রবীন্দ্রনাথ ঠাকুর

আরোও পড়ুন

বাংলা কবিতা : আদর্শ ছেলে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!