আমাদের প্রাত্যহিক জীবনের কথোপকথনে আমরা অনেক প্রবচন বাক্য ব্যবহার করিয়া থাকি। এই প্রবচন বাক্যগুলি বহু বৎসরের অভিজ্ঞতার কষ্টিপাথর। অতি অল্প কথার সাহায্যে অনেকখানি বিস্তৃত অর্থ প্রকাশের ক্ষমতা ইহাদের সত্যই প্রণিধানযোগ্য। ২০ টি সর্বদা প্রচলিত প্রবচন বাক্য বা প্রবাদবাক্য ও তাহাদের অর্থ নিম্নে প্রদত্ত হইল-
প্রবচন বাক্য, প্রবচন বাক্য কি? প্রবচন বাক্যের উদাহরণ, অল্প কথার সাহায্যে অনেকখানি বিস্তৃত অর্থ প্রকাশ, Prabachan bakya, Bangla Grammar.
প্রবাদবাক্য
(১) অতি চালাকের গলায় দড়ি = যে ব্যক্তি নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান রলিয়া মনে করে, তাহাকে প্রতি পদে ঠকিতে হয়।
(২) অতি লোভে তাঁতী নষ্ট = অতিরিক্ত লোভের বশবর্তী হইলে মানুষের সর্বনাশ হয়।
(৩) অধিক সন্নাসীতে গাজন নষ্ট = অনেক লোক একসঙ্গে একই কাজে কর্তৃত্ব করিলে সেই কাজ নষ্ট হয়।
(৪) আপনি ভালতো জগৎ ভাল = যে ব্যক্তি নিজে ভাল, তাহার নিকট পৃথিবীর সবাই ভাল।
(৫) আদার ব্যাপারী জাহাজের খবরের কি দরকার = কোন বিষয় অযথা অনাধিকার চর্চা করিয়া কোন লাভ নাই।
(৬) আদা জল খেয়ে লাগা = কোন কাজকে সুসম্পন্ন করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগা।
(৭) কয়লা না ছাড়ে ময়লা = মানুষের স্বভাবের কোনদিন পরিবর্তন হয় না।
(৮) একাদশে বৃহস্পতি = চতুর্দিক হইতে সুসময়ের আগমন।
(৯) একে মা মনসা, তায় ধুনোর গন্ধ = যে যাহার বিরুদ্ধে, তাহার নিকটে তাই করা।
(১০) ওজন বুঝে চলা = নিজের আত্মসম্ভ্রম বজায় রাখিয়া চলা।
(১১) গেঁয়ো যোগী ভিখ পায় না = অতি পরিচিত ব্যক্তি গুণী হইলেও যথাযোগ্য সন্মান পায় না।
(১২) কত ধানে কত চাল তার খবর = ধানের পরিমাণ অনুসারে চাল অনেক কম হয়, এই জ্ঞান যাহার নাই অর্থাৎ সাংসারিক আয়-ব্যয় সম্বন্ধে যে দায়িত্বহীন তাহার সম্বন্ধে এই ব্যঙ্গোক্তি।
(১৩) কালনেমির লঙ্কাভাগ = কোন কাজ আরম্ভ হইবার পূর্বে সেই কাজ সম্পর্কে ফল লাভের আকাঙ্ক্ষা।
(১৪) ঘুঁটে পোড়ে গোবর হাসে = যে যন্ত্রণা কিছুকাল পড়ে নিজেকেই ভোগ করিতে হইবে তাহার কথা ভুলিয়া গিয়া অন্য লোককে সেই যন্ত্রণা ভোগ করিতে দেখিয়া আনন্দিত হওয়া।
(১৫) ছাই ফেলতে ভাঙা কুলো = অতি অকিঞ্চিৎকর কাজের জন্য নিয়োজিত আকিঞ্চিৎকর পাত্র।
(১৬) গাছেরও খাওয়া তলারও কুড়ানো = উভয় দিক হইতে লাভ করিবার ব্যবস্থা৷
(১৭) ঘুঘু দেখছ, ফাঁদ দেখোনি = কার্যের প্রথম অংশের সুখ অনুভব করিয়াছে, কিন্তু পরিণাম যে কিরূপ ক্লেশকর তাহা এখনও বুঝ নাই।
(১৮ ছুঁচো মেরে হাত গন্ধ করা = নীচ ও ঘৃণিতকে শাস্তি দিতে গেলে নিজেরই হাত গন্ধ হয়, ইহাতে গৌরব নাই।
(১৯) মাথা নাই তার মাথা ব্যথা = কারণ অভাবে কার্যের কল্পনা, যাহা অকারণ ও উপহাস্যজনক।
(২০)সাপও মারে লাঠিও না ভাঙ্গে = বিনা ক্ষতিতে কার্যসিদ্ধি, উভয় দিক বজায় রাখা।
আরোও পড়ুন
বাগ্বিধি বাগধারা | বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ | Bengali Idiom