চন্দ্রপ্রভা শইকিয়ানি - Biography of Chandraprabha Shoikiani

ডেইলি বরাক
By -

চন্দ্রপ্রভা শইকিয়ানি -এর বিষয়ে একটি অনুচ্ছেদ, চন্দ্রপ্রভা শইকিয়ানির জীবনি, Chandraprabha Shoikiani, Biography of Chandraprabha Shoikiani,



চন্দ্রপ্রভা শইকিয়ানি এর ১৯০১ খ্রিস্টাব্দের ১৬ মার্চে অসমের বজালির দৈশিঙরি গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম রাতিরাম মজুমদার এবং মাতার নাম গঙ্গাপুরিয়া।

সে সময় দেশে স্ত্রী শিক্ষার প্রচলন প্রায় ছিল না। দৈশিঙরি গ্রামেও পাঠশালা ছিল না চন্দ্রপ্রভা তার ছোটোবেলায় মাসির বাড়িতে থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। পড়াশোনার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। কাছেপিঠে কোনো এম. ই. স্কুল না-থাকায় তিনি বাড়িতে বসে সময় না-কাটিয়ে একটি ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সংকল্প মতো তিনি দৈশিঙরি প্রামের অন্যান্য মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় আরম্ভ করেন, যাতে গ্রামের মেয়েরা অল্প পরিমাণে হলেও শিক্ষার আলোক লাভ করতে পারে। একদিন বিদ্যালয়ের উপপরিদর্শক চন্দ্র্রভার বিদ্যালয়টি পরিদর্শন করতে আসেন।
অল্পবয়সি মেয়েটির সমাজসেবার মনোভাব দেখে তিনি আশ্চর্য হন। চন্দ্রপ্রভাকে আবার পড়াশোনা শুরু করার জন্য তিনি বৃত্তি প্রদান করেন।

চন্দ্রপ্রভা নগাঁওয়ের মিশন স্কুলে আবার পড়াশোনা শুরু করেন। সেখান থেকেই নর্ম্যাল পাশ করে তিনি শিক্ষকতা করতে শুরু করেন। নারীসমাজের উন্নতির জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। তিনি মহিলা সমিতি গঠন করে সমাজে মহিলাদের প্রতিষ্ঠিত করতে সর্বদা তৎপর ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। সাহিত্য-সংস্কৃতির প্রতিও তার বিশেষ অনুরাগ ছিল। সু-লেখিকা হিসেবেও তিনি সম্মান লাভ করেছিলেন।

বীরাঙ্গনা মুলাগাভরু : কপিলি গঙ্গা যুদ্ধ বা কলিয়াবরের যুদ্ধ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!