খনার বচন, মহিলা জ্যোতির্বিদ খনা, প্রাচীন জ্যোতির্বিদ, Khonar bachan,
খনা প্রাচীন ভারতের একজন মহিলা জ্যোতির্বিদ। তিনি সিংহলের অর্থাৎ শ্রীলঙ্কার রাজকন্যা ছিলেন। তার অসাধারণ জ্ঞানের পরিচয় পেয়ে বিক্রমাদিত্য তাকে রাজসভার সভাসদ করেছিলেন। তাঁর রচনাগুলো লোক-সাহিত্যের একটি অঙ্গ । এই বচনগুলো যুগ-যুগ ধরে লোকমুখে প্রচলিত হয়ে এসেছে। এগুলোতে সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, কৃষিনীতি, রন্ধন প্রক্রিয়া, যাত্রাকালীন শুভাশুভ ফল ইত্যাদি বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে।
খনার বচন উদাহরণ-
(ক) মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা।
(খ) যদি বর্ষে আঘনে। রাজা যায় মাগনে।।
যদি বর্ষে পৌষে ৷ কড়ি হয় তুষে।।
যদি বর্ষে মাঘের শেষ। ধন্য রাজা পুণ্য দেশ।।
আরোও পড়ুন