কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা উচিত শিক্ষা
উচিত শিক্ষা
গাছের ডালে ফলটি পেকে
করতেছে টুকটুক
উৎসাহেতে উঠল নেচে
ষণ্ডা
হাতির বুক।
জিরাফ ভাবে, লম্বা গলা
কীসের তরে ধরি?
শুঁড় বড়ো কি গলা বড়ো,
আজকে
পরখ করি!
হাতি ভাবে, নিরিবিলি
ফলটা খেতে চাই;
কোথা থেকে আপদ এসে
জুটল এ
বালাই!
যতই ভাবে, রাগে তাহার
অঙ্গ জ্বলে যায়;
চক্ষু দুটো মাথায় তুলে
কটমটিয়ে
চায়।
মুখের গ্রাসটা কেড়ে খাবে,
এত বড়ো বাড়;
রাগের চোটে ধরলে হাতি
জিরাফের
ঘাড়!
ঘাড়টা যত নুয়ে আসে,
ততই ধরে চেপে
মারামারির গন্ডগোলে
বনটা ওঠে
কেঁপে!
কোথায় ছিল ধূর্ত বানর,
একটি লাফে এসে
ফলটি নিয়ে, বাহার দিয়ে
বসল
ডালে হেসে!
দ্বন্দ্ব করে মল দুয়ে
ভরল নাকো পেট;
জিরাফ মরে ফোঁসফোঁসিয়ে,
হাতির
মাথা হেঁট।
কবি- যোগীন্দ্রনাথ সরকার৷
আরোও পড়ুন –