যে সমস্ত ঘটনা থেকে আমরা অতীতের কথা জানতে পারি, তাকেই বলে ইতিহাস ।
ইতিহাস সম্বন্ধে বিশেষ কিছু প্রশ্ন উত্তর Some Special Questions & Answers about History.
১) ইতিহাস কী?
উত্তরঃ- যে সমস্ত ঘটনা থেকে আমরা অতীতের কথা জানতে পারি, তাকেই বলে ইতিহাস।
২) পৃথিবীর প্রথম মানুষকে কী বলা হয়?
উত্তরঃ- পৃথিবীর প্রথম মানুষকে আদিম মানুষ বলা হয়।
৩) আদিম মানুষের প্রথম আবিষ্কার কী?
উত্তরঃ- পাথরে পাথরে ঘসে আগুন জ্বালানো৷
৪) আগুনের পর মানুষ কী আবিষ্কার করে?
উত্তরঃ- চাকা আবিষ্কার করে।
৫) মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে?
উত্তরঃ- তামা।
৬) পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির নাম কী?
উত্তরঃ- মেসোপটেমিয়া, মিশর, চিন ও সিন্ধু সভ্যতা।
৭) ভারতবর্ষের প্রাচীন সভ্যতার নাম কী?
উত্তরঃ-ভারতবর্ষের প্রাচীন সভ্যতার নাম- সিন্ধু সভ্যতা।
৮) সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ- সিন্ধু নদের তীরে হরগপ্পা ও মহেঞ্জোদারোতে।
৯) হরপ্পা সভ্যতা কোন যুগের?
উত্তরঃ- হরপ্পা সভ্যতা তাম্র যুগের।
১০) আর্যরা কত বছর আগে ভারতে আসে?
উত্তরঃ- আর্যরা ভারতে প্রায় ৩৫০০ বছর আগে এসেছিল।
১১) ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি?
উত্তরঃ- বেদ।
১২) বেদ কারা রচনা করেন?
উত্তরঃ- আর্য ঋষিরা।
১৩) বেদ প্রথম কোন ভাষায় রচনা করেন?
উত্তরঃ- সংস্কৃত ভাষায়।
১৪) বেদের অপর নাম কী এবং কেন?
উত্তরঃ- বেদের অপর নাম শ্রুতি এটি কানে শুনে মনে রাখতে হয় তাই।
১৫) আর্যরা কোথা দিয়ে ভারতে আসেন?
উত্তরঃ- উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে।
১৬) আর্যরা ভারতে কোথায় বসতি স্থাপন করে?
উত্তরঃ- পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে।
১৭) ভারতে প্রাচীন অধিবাসী কারা?
উত্তরঃ- সাঁওতাল, কোল, ভিল, মুন্ড, কুফি প্রভৃতি জাতীয় মানুষ।
১৮) পৌরাণিক যুগ কাকে বলে?
উত্তরঃ- বেদের পরবর্তী যুগকে পৌরাণিক যুগ বলে।
১৯) অসমের পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ- কামরূপ।
২০) পশ্চিমবঙ্গের পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ- গৌড়।
২১) পাটনার পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ- পাটুলির পুত্র।
২২) ওড়িশার পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ- কলিঙ্গ।
২৩) ইতিহাসে প্রথম বাংলার নাম কবে কখন পাওয়া যায়?
উত্তরঃ- গুপ্ত যুগে চতুর্থ ও পঞ্চম শতাব্দী
২৪) কোন সম্রাট প্রথম বাংলা অধিকার করেন?
উত্তরঃ- সমুদ্র গুপ্ত ।
২৫) বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তরঃ- মহারাজ শঙ্কু ।
২৬) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ- হেড়ো ডেটাসকে ।
২৭) পৃথিবীর ইতিহাস প্রথম কোথায় এবং কে লেখেন?
উত্তরঃ- গ্রিস দেশে, হেড়ো ডেটাস্ ।
২৮) কোন্ যুগকে ভারতের সুর্বণ যুগ বলা হয়?
উত্তরঃ- গুপ্ত যুগকে ।
২৯) কারা প্রথম বাণিজ্য করার জন্য ভারতে আসেন?
উত্তরঃ- পর্তুগিজরা ।
৩০) ভারতে মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- চন্দ্রগুপ্ত মোর্য।
৩১) দিল্লিতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- বাবর।
৩২) মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ- আকবর।
৩৩) পাল রাজারা কত বছর বাংলার রাজত্ব করেন?
উত্তরঃ- প্রায় ৪০০ বছর।
৩৪) পাল রাজাদের পরে কারা বাংলায় রাজত্ব করেন?
উত্তরঃ- সেন রাজারা।
৩৫) সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ- বল্লাল সেন।
৩৬) বাংলার শেষ স্বাধীন নবাব কে?
উত্তরঃ- নবাব সিরাজ উদৌল্লা।
আরোও পড়ুন –
অসম রাজ্যের সর্ম্পকে অজানা তথ্য