যাদু বর্গ কি ? What is Magic Square in Bengali

ডেইলি বরাক
By -
যাদু বর্গ কি? What is Magic Square in Bengali


যাদু বর্গ হচ্ছে একটি বর্গ যেখানে কিছু সমান সমান সারি ও সমান সমান স্তম্ভ থাকে। তাতে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে যাকে দৈর্ঘ্যে যোগ করলেও যত পাওয়া যায়, প্রস্থ যোগ করলেও প্রত্যেকটির যোগফল একই পাওয়া যায়।
যেমন –

8 1 6
3 5 7
4 9 2
শ্রীনিবাস রামানুজন

শ্রীনিবাস রামানুজন উনিশ শতকের একজন মহান ভারতীয় গণিতজ্ঞ। বিশ্বের গণিত জগতে তার অমূল্য অবদানের কথা স্মরণ করে ভারতবাসী তথা সমগ্র বিশ্ব তাকে নিয়ে গৌরব করে। তার জন্ম 1887 সালের 22 ডিসেম্বরে । বিদ্যালয়ে পড়ার সময়ই তার অনুসন্ধিৎসু গাণিতিক মনে যাদুবর্গের ধারণা স্থায়ী হয়েছিল। তার নোট খাতার প্রথম অধ্যায়েই ছিল যাদু বর্গ।

রামানুজনের জন্মের তারখটি নির্ণয় করার জন্য এম.ভেঙ্কটরমন নিচের যাদুবর্গ টি তৈরি করেছিলেন।

22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!