বায়ু কীভাবে দুষিত হয় ? How is air Polluted

ডেইলি বরাক
By -

(toc)

বায়ু কিভাবে দূষিত হয়? (How is air Polluted), সাধারণত যে কারণে বায়ু দূষিত হয়ে থাকে সেগুলি হচ্ছে- 

  • কল-কারখানা থেকে নির্গত ধোঁয়ার থেকে।
  • যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং ধুলো বালি থেকে।
  • পচা-গলা জিনিস এবং জমা আবর্জনা থেকে।
  • সিগারেটের ধোঁয়া থেকে।
  • আতসবাজির ধোঁয়া থেকে।
  • প্লাসিক, রাবার ইত্যাদি জ্বালালে যে ধোঁয়া বের হয় তা থেকে।
  • সর্দি-কাশি-জ্বর ইত্যাদিতে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির সাথে বেরিয়ে আসা জীবাণু থেকে।

বায়ু ও আমাদের চারপাশ (Air and Our Surroundings)

বায়ু আছে বুঝি
বেলুন ফুলালে
লাল নীল ঘুড়িগুলো
আকাশে ওড়ালে।

বায়ু আছে বুঝি
বাতাস বয়ে গেলে
ধুলো-বালি কাপড়চোপড়
তুলোগুলো উড়লে।

বায়ু আছে বুঝি
গাছ-পাতা নড়লে,
ফুটবল, টিউব চাক
বায়ু ভরে চালালে।



নাকের সামনে হাতটি ধরে যদি নিশ্বাস ছাড়ি তখন হাতে কিছু অনুভব হয়। এবার গভীরভাবে শ্বাস নিয়ে দেখলে মনে হবে নাকের ভেতর কিছু ঢুকেছে। এটাই হচ্ছে বায়ু। প্রশ্বাস নিলে বায়ু ভেতরে ঢোকে এবং নিশ্বাসের সময় বায়ু বাইরে বেরিয়ে আসে।

বায়ু সব জায়গায় আছে। বায়ু আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করি।

স্বাসপ্রশ্বাসের সময় পেটটি ওপরের দিকে ওঠে ও নীচের দিকে নেমে যায় এটা আমরা লক্ষ্য করেছি। একই ভাবে গরু, ছাগল ইত্যাদি প্রাণিরা যখন শুয়ে থাকে তখন তাদের পেট ওঠা-নামা করে। প্রশ্বাস নেবার সময় নাক দিয়ে বায়ু টেনে নেওয়া হয় তাই পেটটি ওপরের দিকে ওঠে নিশ্বাসের সময় বায়ু বের করে দেওয়া হয় তাই পেট ভেতরে ঢুকে যায়। প্রাণিদের মতো গাছপালাও বায়ু থেকে শ্বাস নেয়। শ্বাস বন্ধ হয়ে গেলে প্রাণি ও উদ্ভিদ
বেঁচে থাকতে পারেনা।

গরমকালে বায়ু বইলে আমাদের মন-প্রাণ ভরে যায়। এই বায়ু চলাচলকে বাতাস বলে

প্রবল বেগে বয়ে যাওয়া বাতাসকে ঝড় বলে। আর মৃদু মৃদু বয়ে যাওয়া বায়ুকে মলয় বাতাস বলে

রান্নাঘরে মাছ-মাংস রান্না করলে দূর থেকে গন্ধ পাওয়া যায়। বায়ু এভাবে গন্ধকে বয়ে নিয়ে যায়। ধূপকাঠি জ্বালালে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে৷ পচা-গলা জিনিস বা মৃত জীব-জন্তুর দুর্গন্ধও আমরা দূর থেকে পাই।

বায়ুর নিজস্ব কোনো গন্ধ নেই। এর কোনো রংও নেই। কিন্তু এতে অন্য বস্তু সহজে মিলে যায়। তখন বায়ু হয়ে যায় দূষিত। দূষিত বায়ু প্রাণি এবং গাছপালার জন্য অপকারী। দুষিত বায়ু শ্বাসের সঙ্গে গ্রহণ করলে আমাদের ক্ষতি হয়। রোগ-জীবানু থাকা দুষিত বায়ুতে শ্বাস নিলে আমাদেরও অসুখ বিসুখ হতে পারে। মাথাব্যথা, চর্মরোগ, চোখের অসুখ, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি দুষিত বায়ু থেকেই হয়।

প্রশ্বাসে গৃহীত বায়ু নির্মল হওয়া চাই । গাছপালা দূষিত বায়ুকে নির্মল করে।

মাটিতে থাকা কেঁচো ও অন্যান্য পোকামাকড় মাটির ভেতরের বায়ু থেকে শ্বাস নেয়। জলে বাস করা প্রাণি যেমন – মাছ, কচ্ছপ ইত্যাদিও শ্বাস নেয়। এরা জলের ভেতরের বায়ুর সাহায্যে শ্বাস নেয়।

How is air Polluted

Also Read – খাদ্য থেকে আমরা কি কি পাই ?

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!