সংস্থা ও প্রতিষ্ঠান Our Organization and Institutions আমরা বিদ্যালয়, মন্দির, মসজিদ, ডাকঘর, থানা, ব্যাঙ্ক, চিকিৎসালয় ইত্যাদির নাম শুনেছি৷ এগুলি হচ্ছে একটি সংস্থা ও প্রতিষ্ঠান (Organization and Institutions) । আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজ এই সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। যেমন-
(toc)
ডাকঘর (Post Office)
- ডাকঘরের মাধ্যমে চিঠিপত্র আনা-নেওয়া ছাড়া টাকা-পয়সারও আদান-প্রদান করা হয়।
- কোনো কোনো ডাকঘরে যোগাযোগ ব্যবস্থা। যেমন- টেলকম, টেলিগ্রাম ইত্যাদির সুবিধা থাকে। ফ্যাক্স একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা। কোনো কোনো ডাকঘরে ফ্যাক্স ব্যবস্থাও আছে।
- ডাকঘরের চিঠিপত্র, টাকা-পয়সা ইত্যাদি যিনি বিলি করেন তাঁকে ডাকহরকরা বা পোস্টম্যানবলে।
- ডাকঘরের সমস্ত কাজকর্ম যিনি পরিচালনা করেন তাঁকে পোস্টমাস্টার বলে।
চিকিৎসালয় (Hospital)
- রোগীর চিকিৎসার জন্য স্থানে স্থানে সরকারি ও বেসরকারি চিকিৎসালয় আছে।
- রোগীর চিকিৎসার জন্য চিকিৎসালয়ে ডাক্তার ও নার্স থাকেন।
- পশু-পক্ষীর চিকিৎসার জন্যও পশু চিকিৎসালয় আছে।
থানা (Police Station)
- পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করে৷
- রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণে সাহায্য করে৷
- অসামাজিক কাজকর্ম করতে বাধা দেয়।
ধর্মীয় প্রতিষ্ঠান ( Religious Institutions)
- ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় কাজকর্ম ও সর্বজনীনভাবে উৎসব পালন করা হয়৷
গ্রন্থাগার (Library)
বই আছে সারি সারি
নয় কিন্তু পাঠশালা
গল্প,কবিতা আর ছবির পুস্তক৷
রয়েছে আরো কিছু সাময়িকপত্র।
- গ্রন্থাগারে বিভিন্ন পুস্তক, সাময়িকী ইত্যাদি পড়ে অনেক অজানা কথা জানতে পারি।
- গ্রন্থাগার থেকে বই আনা ও ফেরত দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে।
- গ্রন্থাগার থেকে বই এনে পড়া ভালো অভ্যাস।
- নিজ নিজ ঘরেও ছোট একটি গ্রন্থাগার করা যায়।
বিভিন্ন ধরনের বই যেখানে সকলের পড়ার জন্যরাখা থাকে সেটাই হচ্ছে গ্রন্থাগার ৷ গ্রন্থাগারে বসে আমরা বইপত্র পড়তে পারি। গ্রন্থাগার থেকে বই বাড়িতে এনেও পড়া যায়। সে ব্যাপারে কিছু নিয়ম আছে।
আমরা প্রত্যেকে নিজেদের বাড়ির পুরনো বা নতুন বই, পুরনো খবরের কাগজ, সাময়িকী সংগ্রহ করে ঘরের একটা কোনায় সাজিয়ে রাখতে পারি। অবসর সময়ে পরিবারের সবাই মিলে এগুলো পড়তে পারি।
বিদ্যালয় (School)
- বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া নাচগান, খেলাধুলা, আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়।
- বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে।
- নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনা ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে জানার জন্য অভিভাবকেরা বিদ্যালয়ে আসেন।
- বিদ্যালয়ের সব কাজে জড়িত করতে মাঝে মধ্যে অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিদের বিদ্যালয়ে আমন্ত্রণ করা হয়।
- বিদ্যালয়ে উন্নয়নের কাজ যেমন- ঘরদোর মেরামত করা, চারদিকে বেড়া দেওয়া, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার নির্মাণ ইত্যাদি কাজে জনগণেরও সাহায্য করা উচিত।
আরোও পড়ুন – উৎসব বলতে আমরা কি বুঝি ? Our Festival