অসম আমার রূপহী, কবিতা, Assam Amar Rupohi, Poem.
অসম আমার রূপহী
অসম আমার রূপহী, গুণরো নাই শেষ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ ।
গোটেই জীবন বিচারিলেও
অলেখ দিবস রাতি
অসম দেশর দরে নেপাওঁ
ইমান রসাল মাটি।
চির বিনন্দীয়া তোমার সেউজ পরিবেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
ব’হাগতে আমারে আই
মহুরা হৈ ঘূরে
মাঘত সোণর হাতেরে
লখিমী আদরে।
শরৎ নিশাই তরারে সজায় আইরে কেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
পাহার ভৈয়াম একে করা রামধেনুরেই দরে
তোমার ভাষার মরমবোরে মিলন সেতু গঢ়ে
লৌহিত্যরে বহল পারক প্রণিপাত করোঁ,
জন্ম ললোঁ ইয়াতেই, ইয়াতে যেন মরো
পাম ক’ত এনে মধুর রূপর সমাবেশ
ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ।
– ড ভূপেন হাজরিকা
Also Read- বড়ো কে ?