শিশুর সংকল্প, বাংলা কবিতা, কবি- জসীমুদ্দিনের বাংলা কবিতা ।
Bengali Poem – Sishur Sangkalpo .
শিশুর সংকল্প
লেখা-পড়া শিখবো মাগো, কিনবো নাকো গাড়ি
গড়বো নাকো মস্ত বড়ো আকাশ ছেঁয়া বাড়ি
সবার সাথে মিশবো বলে থাকবো সবার সনে,
গাছের তলে ঘর বাঁধিয়ে মিলবো যে ভাই-বোনে।
সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে
আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ, আলোক দিবে সবে।
আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি রইরে নাকো দূর।
কবি- জসীমুদ্দিন
আরোও পড়ুন– আজব খেলা