গাছপালার কথা, পাঠ-১ Class IV Environment Lesson - 1

ডেইলি বরাক
By -

গাছপালার কথা, পাঠ-১ Class IV Environment Lesson - 1 Question Answer.


(toc) #title=(বিষয় সূচী)

১। উত্তর লেখো-

(ক) একটি উদ্ভিদের অংশসমূহের নাম লেখো।
উত্তর:- একটি উদ্ভিদের অংশসমূহের নাম হল - শিকড়, ডাল, পাতা, ফুল এবং ফল।

(খ) তিন প্রকার উদ্ভিদের নাম লেখো যেগুলোর শিকড়কে সবজি হিসাবে খাওয়া যায়?
উত্তর:- গাজর, মূলা, বিট ইত্যাদির শিকড়কে সবজি হিসাবে খাওয়া যায়৷

(গ) উদ্ভিদের পাতার রং সবুজ হওয়ার কারণ কী?
উত্তর:- উদ্ভিদের পাতার রং সবুজ হওয়ার কারণ হচ্ছে যে উদ্ভিদের পাতায় পত্রহরিৎ নামে একটি রঙীন পদার্থ থাকে৷ পত্রহরিৎ থাকার জন্য উদ্ভিদ নিজের আহার নিজেই প্রস্তুত করতে পারে৷

(ঘ) দুই প্রকার ফুলের নাম লেখো যেগুলো বছরের সব ঝতুতে ফোঁটে?
উত্তর:- গোলাপ, নয়নতারা, জবা ইত্যাদি।

(ঙ) তিন প্রকার ফলের নাম লেখো যেগুলো গ্রীষ্ম ঝতুতে পাওয়া যায়?
উত্তর:- গ্রীষ্ম ঝতুতে পাওয়া যায় এমন ফলের নাম - কাঁঠাল, জাম, লিচু, বুবি, পানিফল ইত্যাদি ।

(চ) চার প্রকার বহুবীজি ফলের নাম লেখো।
উত্তর:- চার প্রকার বহুবীজি ফলের নাম হল - কাঁঠাল, বুবি, ডালিম, কমলা ইত্যাদি।

২। শূন্যস্থান পূরণ করো--

(ক) উদ্ভিদ আহার প্রস্তুত করার জন্য __ গ্যাস ব্যবহার করে।
উত্তর:- উদ্ভিদ আহার প্রস্তুত করার জন্য কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করে।

(খ) লিচু, জলপাই ইত্যাদির __ বীজ থাকে৷
উত্তর:- লিচু, জলপাই ইত্যাদির এক বীজ থাকে৷

(গ) উদ্ভিদ বায়ুমণ্ডলে __ গ্যাস এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করে।
উত্তর:- উদ্ভিদ বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করে।

(ঘ) ফুল থেকেই _ উৎপন্ন হয়।
উত্তর:- ফুল থেকেই ফল উৎপন্ন হয়।

(ঙ) ফুলের রং এবং _ কীট-পতঙ্গকে আকর্ষণ করে।
উত্তর:- ফুলের রং এবং গন্ধ কীট-পতঙ্গকে আকর্ষণ করে।

৩। শুদ্ধ উত্তরটিতে ☑️ চিহ্ন দাও-

(ক) উদ্ভিদ আহার তৈরি করার সময় বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড / অক্সিজেন গ্যাস আহরণ করে।
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড

(খ) শেফালি, রজনি গন্ধা ইত্যাদি দিনে/ রাতে ফোঁটে।
উত্তর:- রাতে।

(গ) কমলা, কুল ইত্যাদি গ্রীষ্ম ঋতু / শীত ঋতুর ফল।
উত্তর:- শীত ৷

(ঘ) আনারস, তরমুজ ইত্যাদির আকৃতি ছোটো /বড়ো।
উত্তর:- বড়ো৷

৪। তুমি ভালোবাসো এমন একটি ফলের ছবি এঁকে রং করো।
উত্তর:-  নিজে অংকন করো ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!