হ্যালো ছাত্র-ছাত্রী তথা অভিভাবকগণ, এই পোস্টে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ (Class III Environment Science) বই (আমরা ও আমাদের পরিবেশ) SCERT Assam এর প্রথম পাঠ চলো বাগানে যাই Class 3 Question Answer নোট ও প্রশ্ন-উত্তর প্রদান করছি। এটি বিশেষভাবে অসমের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ।
চলো বাগানে যাই এই পাঠ থেকে ছাত্র-ছাত্রীরা যাহা শিখবে-
- চারদিকের উদ্ভিদের পাতার আকৃতি, বর্ণ, গঠণশৈলী, গন্ধ ইত্যাদি।
- সাধারণ বৈশিষ্ট্যসমূহ চেনার সঙ্গে সঙ্গে গাছপালা ও বিভিন্ন গাছের ছাল চিনতে পারবে৷
- চারদিকের উদ্ভিদের প্রতি অনুভূতিশীল হবে।
- চিত্র, নক্সা, নমুনা বানাতে পারবো ও ছবি আঁকতে পারবে।
(toc) #title=(বিষয় সূচী)
চলো বাগানে যাই পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর
(১) উত্তর লেখো-
ক) চার প্রকার বৃক্ষের নাম।
উত্তর:- চার প্রকার বৃক্ষের নাম - আম গাছ ,
কাঠাল গাছ , বনসোম, সেগুন।
(খ) অসমে পাওয়া যায় এমন যেকোনো দুটো মূল্যবান কাঠের নাম।
উত্তর:- অসমে
পাওয়া যায় এমন যেকোনো দুটো মূল্যবান কাঠের নাম - শাল, হোলোং ইত্যাদি।
(গ) যে কোনো দুটো লতাজাতীয় উদ্ভিদের নাম।
উত্তর:- দুটো লতাজাতীয় উদ্ভিদের
নাম লাউ, ঝিঙে ৷
(ঘ) যে কোনো দুটো গন্ধবিহীন ফুলের নাম।
উত্তর:- দুটো গন্ধবিহীন ফুলের নাম -
নয়নতারা, জবা, অপরাজিতা ইত্যাদি।
(ঙ) যে কোনো তিনটে গন্ধযুক্ত ফুলের নাম।
উত্তর:- তিনটে গন্ধযুক্ত ফুলের নাম
- গোলাপ, টগর, গাঁদা, জুই ইত্যাদি।
(২) লাউ, ঝিঙে ইত্যাদি গাছের মাচার প্রয়োজন কেনো হয়?
উত্তর:- লাউ, ঝিঙে ইত্যাদি গাছের কাণ্ড কোমল ও লিকলিকে হয়, এরা অন্যের সাহায্যে বেয়ে ওঠে তাই মাচার প্রয়োজন হয়৷
৩) শূন্যস্থান পূরণ করো-
(ক) গাছ __________ র দ্বারা জল শোষণ করে।
উত্তর:-
গাছ ____শিকড়___ র দ্বারা জল শোষণ করে।
(খ) মৌমাছি ফুলের রস দিয়ে ____________তৈরি করে।
উত্তর:- মৌমাছি ফুলের রস দিয়ে ___মধু_____ তৈরি করে৷
(গ)
__________
আমাদের দেশের রাষ্ট্রীয় ফুল।
উত্তর:- ____পদ্ম_____ আমাদের দেশের
রাষ্ট্রীয় ফুল।
(ঘ) অর্কিড ফুল __________
কালে ফোটে।
উত্তর:- অর্কিড ফুল ____বসন্ত____ কালে ফোটে৷
(৪) শুদ্ধ উত্তরে √ চিহ্ন দাও
(ক) বাঁশ গাছ গুল্ম / বৃক্ষ / তৃণ জাতীয় উদ্ভিদ।
উত্তর:- বাঁশ গাছ
তৃণ
জাতীয় উদ্ভিদ।
(খ) গুল্ম জাতীয় উদ্ভিদ বৃক্ষ থেকে ছোটো /বড়ো।
উত্তর:- গুল্ম জাতীয়
উদ্ভিদ বৃক্ষ থেকে ছোটো
(গ) বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড খুব শক্ত/নরম।
উত্তর:- বৃক্ষ জাতীয়
উদ্ভিদের কাণ্ড খুব শক্ত।
(ঘ) তাল/ আম / নিম গাছের পাতা দিয়ে পাখা তৈরি হয়।
উত্তর:-
তাল গাছের পাতা দিয়ে পাখা তৈরি হয়।
(৫) পার্থক্য লেখো - বৃক্ষ ও গুল্ম।
উত্তর:-
বৃক্ষ | গুল্ম |
---|---|
উঁচু ও শক্ত এবং শাখা-প্রশাখাযুক্ত । যেমন - আম, শাল, সেগুন ইত্যাদি। | গুল্ম গাছগুলো বেঁটে ও ঝোপযুক্ত। যেমন - লেবু গাছ, ডালিম গাছ ইত্যাদি। |
(৬) বিন্দুগুলো যুক্ত করো এবং যে ছবি পাবে তাতে রং করো।
উত্তর:-চলো বাগানে যাই পাঠের ক্রিয়াকলাপের প্রশ্ন ও উত্তর
তোমার বাড়ির চত্বরে বা বাড়ির বাগানে যেসব গাছপালা আছে সেগুলো লক্ষ্য করো। কি দেখলে? সব গাছগুলোই কি এক? তোমার দেখা গাছগুলো নিচের তালিকাতে শ্রেণি বিভাজন করো।
উত্তর:-
উঁচু ও শাখা প্রশাখাযুক্ত বৃক্ষ | খাটো ও ঝোপযুক্ত (গুল্ম) | লতিয়ে উঠা গাছ (লতা) | ছোটো ও কোমল কাণ্ড (তৃণ) |
---|---|---|---|
সেগুন গাছ, শাল গাছ, চাম গাছ। | লেবু গাছ, পেয়ারা গাছ, তুঁতফল গাছ। | শশা গাছ, ঝিঙে গাছ, লাউ গাছ। | ধান গাছ, ঘাস, দূর্বা ঘাস। |
উপরের ছরির পাতাগুলো চিনতে পেরেছো কি? কোন পাতা কি কাজে ব্যবহৃত হয় শিক্ষক-শিক্ষয়িত্রী থেকে জেনে লেখো।
উত্তর: শাক হিসাবে রান্না করে খাওয়া হয় - লাইশাক
মশলা হিসাবে ব্যবহৃত হয় - তেজপাতা
চা তৈরি করা হয় - চা পাতা
ঔষধ হিসাবে ব্যবহৃত হয় - তুলসী পাতা
তেল তৈরি করা হয় - সিন্ট্রানেলা
পাখা তৈরি করা হয় - তাল গাছ
বিদ্যালয় চত্বর বা বাড়ির বাগান থেকে ঝরা পাতা সংগ্রহ করো। সব পাতা কি একই ধরনের এবং পাতাগুলোর আকার, আকৃতি, রং নির্ণয় করে তাকিলাভুক্ত করো।
উত্তর:-
পাতার নাম | বড়ো/ছোট | গোল/লম্বা/তিনকোণে | রং | পাতার চারপাশ |
---|---|---|---|---|
কুল গাছের পাতা | ছোট | গোল | হলদে | মসৃণ |
কাঠাল গাছের পাতা | ছোট | গোল | বাদামী | মসৃণ |
উপরের ছবির ফুলগুলো চিনতে পেরেছো কি? তোমাদের বিদ্যালয়ের চত্বরে বা বাড়ির বাগানে কি কি ফুল আছে? সেগুলোর মধ্যে কোনগুলো গন্ধযুক্ত ও কোনগুলো গন্ধবিহীন শিক্ষক বা অভিভাবকের সাহায্যে তালিকা প্রস্তুত করো।
উত্তর:-
গন্ধযুক্ত ফুল | গন্ধবিহীন ফুল |
---|---|
গোলাপ, টগর, গাঁদা, জুই ইত্যাদি। | নয়নতারা, জবা, অপরাজিতা ইত্যাদি। |
কয়েকটি ঝরা ফুল তুলে আনো এবং ফুলগুলোর নাম লেখো।
উত্তর: ছাত্র-ছাত্রীরা নিজে করো ।
আমরা বিভিন্ন কাজে ফুল ব্যবহার করি। নীচের কোন ফুল কি কাজে ব্যবহার হয় লেখো।
মিষ্টিকুমড়োর ফুল, শেফালি ফুল৷ রামবাসক, গাঁদা, ডালিয়া, রজনিগন্ধা, বেলিফুল৷
উত্তর:-
কি কি কাজে ব্যবহার হয় | ফুলের নাম |
---|---|
খাদ্য হিসাবে খাওয়া হয় | মিষ্টিকুমড়োর ফুল |
ঔষধ তৈরি করা হয় | রামবাসক |
তেল প্রস্তুত করা হয় | সূর্যমুখী, বেলিফুল |
রং প্রস্তুত করা হয় | গোপাল |
মালা গাঁথা হয় | গাঁদা |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
তৃণ জাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদের কাণ্ড ছোট ও নরম, কতগুলোর কাণ্ড ফাঁকা ও গাঁঠ যুক্ত সেগুলোকে
তৃণজাতীয় উদ্ভিদ বলে৷
লতাজাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদের কাণ্ড কোমল ও লিকলিকে, অন্য কোনো গাছ, মাটি বা ঘরের চালে আশ্রয়
নিয়ে
লতিয়ে বেড়ে ওঠে সেসবকে লতাজাতীয় উদ্ভিদ বলে৷
গুল্মজাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদ খাটো ও ঝোপযুক্ত, অসংখ্য শাখা-প্রশাখা থাকে সেগুলো গুল্মজাতীয়
উদ্ভিদ বলে।
বৃক্ষ কাকে বলে?
যেসব গাছ উচু ও শাখা-প্রশাখাযুক্ত সেগুলোকে বৃক্ষ
বলে৷