ফলার বর্ণন
ফলার বর্ণন
।। উত্তম ফলার।।
থিয়ে ভাজা তপ্ত লুচি, দু-চারি আদার কুচি,
কচুরি
তাহাতে খান দুই।
ছকা আর শাকভাজা, মতিচুর বোঁদে খাজা,
ফলারের যোগাড়
বড়োই।।
নিখুতি জিলাপি গজা, ছানাবড়া বড়ো মজা,
শুনে সকসক করে নোলা।
হরেক
রকম মন্ডা, যদি দেয় গন্ডা গন্ডা
যত খাই তত হয় তোলা।।
খুরি পুরি ক্ষীর
তায়, চাহিলে অধিক পায়
কাতারি কাটিয়ে সুখো দই।
অনন্তর বাম হাতে,
দক্ষিণা পানের সাথে
উত্তম ফলার তাকে কই।।
|| অধম ফলার।।
গুমো চিড়ে জলো দই, তিতি গুড় ধেনো খই
পেটভরা যদি নাই
হয়।
রোদ্দুরেতে মাথা ফাটে, হাত দিয়ে পাত চাটে
অধম ফলার তাকে কয়।।
(সংক্ষেপিত)
কবি – রামনারায়ণ তর্করত্ন
আরোও পড়ুন
বাংলা কবিতা – যদি হয়