চরণে প্রণাম, বাংলা কবিতা - Bangla Poem
চরণে প্রণাম
‘ছোটো পাখি, ছোটো পাখি, বদ গো আমায়,
এত মিষ্ট গান তুমি শিখলে কোথায়?’
‘যাহার
কৃপাতে, ভাই লভিয়াছি প্রাণ,
ক্ষুদ্র এই কণ্ঠে তিনি দিয়াছেন গান। ‘
‘রাঙা ফুল রাঙা ফুল, বলো দেখি মোরে,
কে দিয়াছে এত হাসি কচি মুখ ভরে ?’
‘জল-স্থল
সব ভাই, রচেছেন যিনি,
আমার এ মুখে হাসি দিয়াছেন তিনি। ‘
‘খুকুরানি, খুকুরানি, অন্ধকার রাতে
একেলা ঘুমায়ে কি গো থাক বিছানাতে?’
‘না
থাকি একেলা ভাই, জগৎ-জননী
ৰ্টচ নদ শিয়রে বসি থাকেন আপনি। ‘
‘ফুল, পাখি, খুকুরানি তোমরা সকলে
কত ভালো কথা আজ আমারে শুনালে।
সকলের
প্রতি এত ভালোবাসা যাঁর,
চরণে তাঁহার কোটি প্রণাম আমার |”
-কবি যোগীন্দ্রনাথ সরকার
আরোও পড়ুন