'বিচক্ষণ বীরবল' বাংলা ছোট গল্প

ডেইলি বরাক
By -

বাংলা ছোট গল্প – ‘বিচক্ষণ বীরবল

আকবর ছিলেন দিল্লির বাদশাহ । তাঁর রাজসভায় বীরবল নামে একজন সভাসদ
ছিলেন। আকবর বীরবলকে খুব স্নেহ করতেন।

বীরবল খুব বিচক্ষণ লোক ছিলেন। আকবর মাঝে মধ্যে সভাসদদের চালাকির পরীক্ষা নিতেন। সেই পরীক্ষায় বীরবলকে কেউই পরাস্ত করতে পারত না।

একদিন আকবর মেঝেতে একটি রেখা টেনে সভাসদদের বললেন- “এই রেখাটি যে স্পর্শ না করে ছোটো করতে পারবে, তাকেই আমি পুরস্কৃত করব।”

আকবরের কথা শুনে সভাসদরা ভাবতে লাগলেন একজন সভাসদ বললেন, “মহাশয়, রেখাটি একটু মুছে দিলেই ছোটো হয়ে যাবে।”

আকবর বললেন- “এভাবে ছোটো করলে হবে না, রেখাটিকে স্পর্শ না করেই ছোটো করতে হবে।”

এতক্ষণ বীরবল চুপচাপ বসেছিলেন, এবার উঠে বাদশাহকে প্রণাম জানালেন। তারপর মেঝেতে বাদশাহ যে রেখা এঁকে রেখেছিলেন, তার নীচে আরও একটি রেখা টানলেন।

এই রেখাটি আগের রেখা থেকে দীর্ঘ। তারপর তিনি আকবরকে বললেন, “জাহাঁপনা, এখন আপনার রেখাটি ছোটো হয়েছে তো?”

আকবর বীরবলের উপস্থিত বিচক্ষণতার প্রশংসা করলেন এবং পুরস্কার দিলেন।

আরোও পড়ুন-

একটি মিশমি রূপকথা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!