আবহাওয়া পাঠ-৩, পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর, Class V EVS, Class 5 Environment Question Answer Chapter 3
"আবহাওয়া" পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর
১। উত্তর লেখো-
(ক) আবহাওয়া বলতে কী বোঝ ?
উত্তর:- আমাদের চারদিক বায়ু দ্বারা পরিবেষ্টিত । বায়ুর এই আবরণটিকেই বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ইত্যাদি গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণা থাকে। বিভিন্ন সময়ে আমাদের বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন হয় যেমন- দিনে সাধারণত গরম ও রাত্রে ঠান্ডা অনুভূত হয়। কখনও বাতাস প্রবাহিত হয়, কখনও বৃষ্টিপাত হয় কখনও বা ঝড়ের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের এরকম এক একটি পরিস্থিতিকেই আবহাওয়ার বলে।
(খ) ঋতু কয়টি ও কী কী?
উত্তর:- ঋতু ছয়টি যেমন- গ্রীষ্ম, বর্ষা, শরৎ,
হেমন্ত, শীত ও বসন্ত ।
(গ) আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝ?
উত্তর:- আবহাওয়ার বিষয়ে আগে থেকে খবর
দেওয়াকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়।
(ঘ) আবহাওয়ার তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম লেখো।
উত্তর:- আবহাওয়ার
তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম – বায়ু বেগমান যন্ত্র বা এ্যানিমনিটার,
দিক-নির্ণয় যন্ত্র, বায়ু মোজা।
(ঙ) কোন সরকারী বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার
করে?
উত্তর:-ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার
পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –
উত্তর:-
৩। শূন্যস্থান পূরণকরো –
(ক) গরমদিনে ……. কাপড় পরিধান খুবই আরামদায়ক ৷
উত্তর:- পাতলা সুতির ।
(খ) বাতাসের দিক নির্ণয়ে…….. যন্ত্র ব্যবহার করা হয়।
উত্তর:- দিক নির্ণয়
।
(গ) বায়ুমোজা বাতাসের…….. এবং…….. জানতে ব্যবহার করা হয়।
উত্তর:- গতিবেগ
এবং দিক নির্ণয়
(ঘ) ঝড় এলে আকাশে …….. ও মেঘগর্জন হয়।
উত্তর:- বিদ্যুৎ চমকায় ।
৪। আবহাওয়ার পূর্বাভাস কী কী মাধ্যমের সাহায্যে দেওয়া হয়?
উত্তর:-
কৃত্রিম উপগ্রহ, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস
দেওয়া হয় ।
সূচিপত্র | |
---|---|
পাঠ নং | পাঠের নাম |
১ | আমাদের পরিবেশ |
২ | জীব ও পরিবেশ |
৩ | আবহাওয়া |
৪ | জীবন ধারনের প্রণালি |
৫ | আহারের প্রয়োজনীয়তা |
৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
৭ | অসমের সংস্কৃতি |
৮ | দুর্যোগ ও আমরা |
৯ | পরিবেশ প্রদূষণ |
১০ | আমাদের উদ্যোগসমূহ |
১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
১২ | আমাদের দেশ |
১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
১৪ | আমাদের সামাজিক সমস্যা |
১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৫। সংক্ষিপ্ত টীকা লেখো-
(ক) রেইনগজ
(খ) আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র
(গ) শুকনো আবহাওয়া
(ঘ)
পরিষ্কার আবহাওয়া
উত্তর:- (ক) রেইনগজ:- রেইনগজের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়৷ আবহাওয়া কেন্দ্রে এই যন্ত্রটি গাছপালা বা ঘর-বাড়ির কাছে না রেখে উন্মুক্ত স্থানে রাখা হয় যাতে বৃষ্টিপাতের সঠিক পরিমাণ মাপা হয়৷
(খ) আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র:- আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রে কৃত্রিম উপগ্রহের সব তথ্যগুলো অধ্যয়ন করে আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত করা হয়৷ আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়া পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে।
(গ) শুকনো আবহাওয়া – কখনও অনেকদিন ধরে বৃষ্টিপাত দেখা যায় না৷ দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে আবহাওয়া শুকনো হয়ে যায়৷ জায়গায় জায়গায় মাটিতে ফাটল ধরে৷ এধরনের আবহাওয়াকে খরা আবহাওয়া বা শুকনো আবহাওয়া বলে৷
(ঘ) পরিষ্কার আবহাওয়া – যখন আকাশে মেঘ থাকে না তখন আকাশ পরিষ্কার থাকে। সাধারণত সকালে ও বিকালে আবহাওয়া অল্প ঠাণ্ডা থাকে যদিও দুপুরে গরম তুলনামূলকভাবে বেশি থাকে। এধরনের আবহাওয়া হল পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া। পরিষ্কার আবহাওয়াতে সব ধরনের কাজ কর্ম করতে সুবিধা হয়।
৬। আবহাওয়া অনুযায়ী আমাদের সাজ-পোশাক কোন ধরনের হওয়া উচিত লেখো৷
উত্তর:-
আবহাওয়া অনুযায়ী গ্রীষ্মকালে পাতলা সুতির কাপড় পরিধান করা উচিৎ। সুতির কাপড়ে
ছোটো ছোটো ছিদ্র থাকার জন্য শরীরের ঘাম তাড়াতাড়ি শুকোয়। এবং শীতকালে উলের গরম
কাপড় পরিধান করি। রাত্রে শোওয়ার সময় লেপ, কম্বল ইত্যাদি গায়ে দেই।
৭। কী কী কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে?
উত্তর:- জাহাজের নাবিক,
সাগরের মৎস্যজীবী, বিমান চালক, পর্বত আরোহনকারীদের আবহাওয়ার পূর্বাভাস সাহায্য
করে।
৮। আবহাওয়ার উপাদানগুলো কী কী?
উত্তর:- আবহাওয়ার উপাদানগুলো হলো – উষ্ণতা,
বাতাসের বেগ ও দিক, বৃষ্টিপাতের পরিমাণ, মেঘের উপস্থিতি, বায়ুর জলীয় বাষ্পের
পরিমাণ ইত্যাদি।
Also read-
পাঠ-৪ জীবন ধারনের প্রণালি